বয়স্ক এবং বাচ্চারা যেন আরও ক'দিন বাড়িতেই থাকেন: মুখ্যমন্ত্রীর জায়া মহিলা মোর্চার অনুষ্ঠানে গিয়ে বললেন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৪, : মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোগ রাজ্য ক্রমাগত বেড়েই চলছে । তার থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র পথ হলো বাড়িতে থাকা, মুখে মাক্স লাগানো, বার বার হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা। এই সমস্ত বিধি নিষেধ গুলোর সাথে সাথে বয়স্ক এবং ছোট বাচ্চারা যেন বাড়িতেই থাকেন। বাইরে কোন কাজ ছাড়া যাতে না বের হন । এরকমই বার্তা দিলেন আজ রাজধানীতে এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা বিশিষ্ট সমাজ সেবিকা নীতি দেব। সোমবার আগরতলার বনমালী পুরে ত্রিপুরা মহিলা মোর্চার পক্ষ থেকে ছোট্ট শিশু ও কচিকাঁচাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বনমালী পুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা নীতি দেব ছাড়াও শিশু শোধনাগারের চেয়ারপারসন নীলিমা ঘোষ, বিজেপি-র রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্যরা। মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন কচিকাঁচা শিশুদের মধ্যে খাবারের জিনিস ও মুখের মাক্স বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবিকা নীতি দেব।
তিনি নিজের হাতে কচিকাঁচা শিশুদের মুখে মাক্স লাগিয়ে দেন এবং তাদেরকে সব সময় হাত ধোয়া এবং বাইরে যেতে না বের হয় তার জন্য তাদেরকে সংযত করে দেন।
মুখ্যমন্ত্রীর জায়া মহিলা মোর্চার এই ধরনের কাজে ধন্যবাদ জানান।