Hare to Whatsapp
মারনব্যাধি করোনা থাবা বসিয়েছে প্রতিবেশী বাংলাদেশের সংবাদকর্মী, সাংবাদিক ও পরিচালনায় যুক্তদের উপরও
By Our Correspondent
আগরতলা, মে ৪, : খোদ বাংলাদেশের সরকারী টেলিভিশন বিটিভি-র বেশ কজন এখন করোনায় আক্রান্ত। এঁরা হলেন বিটিভি-র শীর্ষ আধিকারিক তথা মহাপরিচালক এসএম হারুন অর রশিদ, উনার স্ত্রী ও কন্যা সহ পরিবারের অন্য সদস্যরা।
মহাপরিচালক এর সংক্রমন দেখা দেওয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফলে তাদের বাতিল করে দিতে হচ্ছে নিত্যদিনের নির্ধারিত অনুষ্ঠানগুলি। আজ থেকে চালানো হবে পূর্বে ধারনকরা অনুষ্ঠানগুলি।
জানা গেছে ইতিপূর্বে এনটিভি-র ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকীদের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজ এসবের রিপোর্ট আসবে। তখন পরিস্কার হওয়া যাবে সার্বিক চিত্র।
ঢাকার পত্রিকার খবর বাংলাদেশে এখন পর্যন্ত ৫৫ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। এক সিনিয়র সাংবাদিকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ঢাকার সংবাদ জগৎ এখন করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কায় ভুগছে।