Hare to Whatsapp
লকডাউনের দিনগুলোতে প্রতিদিনই রাজ্যের কথাও না কোথাও ত্রান বিলি জারী রেখেছে নরসিংগড় পলিটেকনিকের প্রাক্তনীদের ফোরাম
By Our Correspondent
আগরতলা, মে ৩, : পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজও পলিটেকনিক ইন্সটিটিউট (অধুনা টি.আই.টি) নরসিংগড় এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরামের পক্ষ থেকে সেকেরকোট সংলগ্ন পূর্ব গকুলপুর স্কুল মাঠে আর্থিক দিক থেকে অস্বচ্ছল এবং বর্তমান সময়ে নানা সমস্যায় জর্জরিত শ্রমজীবী ১৩০ টি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি আলু, সরিষার তেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়।
ফোরামের সদস্যরা আজ ফের ঘোষনা করেছে যে তারা লকডাউনের দিনগুলোতে নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় ও ফোরামের সদস্যদের প্রদত্ত অনুদানের মাধ্যমে সমস্যাপীড়িত ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবৃত্ত করার এই লড়াই নিয়মিতভাবে জারী রাখবে। ধর্ম, সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, দলমত নির্বিশেষে অভুক্তের মুখে অন্ন তুলে দিয়ে একে অপরের হাত ধরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এভাবেই নিজেদের মানবধর্ম পালন করবে পলিটেকনিকের প্রাক্তনীরা।
"কোভিড-১৯" মোকাবিলায় লকডাউনের কারণে গোটা ত্রিপুরা রাজ্যের এই কঠিন সময়ে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফোরাম রাজ্যের আরও অনেক জায়গায় এই ধরণের সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। লকডাউনের কারণে যাদের কপালে সবচেয়ে বেশি দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সেই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের নিজেদের সাধ্যমতো সাহায্য করবে পলিটেকনিকের প্রাক্তনীদের ফোরাম।
নরসিংগড় পলিটেকনিকের প্রাক্তনীদের ফোরাম আঋও অঙ্গীকার করেছে ‘কোভিড-১৯’-এর বিরুদ্ধে লড়াইয়ে লকডাউনের দিনগুলোতে নিয়মিতভাবে ফোরামের এই প্রয়াস জারী থাকবে।
লকডাউনের দিনগুলোতে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা একটু সমস্যায় আছেন তাদের মধ্যে এই কঠিন সময়ে সহানুভূতিশীল হওয়ার জন্য এবং সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে ফোরামের তরফ থেকে ।
ফোরাম এক প্রেস বার্তায় আরো বলেছে, লকডাউনের অবশিষ্ট দিনগুলোতেও রাজ্যের বিভিন্ন এলাকায় আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের জন্য তারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবে।