Hare to Whatsapp
আগামীদিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় খেলার মাঠ মানুষের কাছে অনুপ্রেরণা : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২৪, ২০২৪: গ্রামীণ এলাকায় খেলাধুলার আকর্ষণ শহরের চেয়ে কম নয়। তাই সরকার শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ক্রীড়া প্রতিভার বিকাশে গড়ে তোলা হয়েছে সিন্থেটিক টার্ফ, সিন্থেটিক ট্র্যাক ও অ্যাস্ট্রোটার্য। ২৩ নভেম্বর মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় খেলার মাঠ মানুষের কাছে অনুপ্রেরণা। তাছাড়া ফুটবল খেলা এমন একটি খেলা যা মানুষকে শৃঙ্খলাপরায়ণ হতে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজকে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছেন। যুব সমাজকে দক্ষ করে তুলতেও খেলার মাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্ৰীয় সরকার খেলাধুলার বিকাশে খেলো ইন্ডিয়ার মতো প্রকল্প নিয়েছে। রাজ্য সরকারও ক্রীড়া প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্প নিয়েছে। উল্লেখ্য, মতিনগর প্লে সেন্টারের উদ্যোগে এই নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মোহনপুরের সপ্তরশ্মি ও স্থানীয় দল বর্ডার কিং একাদশ। ফাইনাল ম্যাচ শুরুর আগে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দু'দলের ফুটবলারদের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির পক্ষে সমাজসেবী সুবীর চৌধুরী।