Hare to Whatsapp
যুব সমাজ হচ্ছে দেশের মূল্যবান সম্পদ : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১৪, ২০২৪: এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। যুব সমাজ হচ্ছে দেশের মূল্যবান সম্পদ। ১৩ নভেম্বর কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। রাজ্যের বর্তমান সরকার আত্মনির্ভর ত্রিপুরা গঠন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে রাজ্য সরকারও কাজ করছে। তারজন্য সরকারের পাশাপাশি যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী এদিন কৈলাসহরের শ্রীরামপুর এসএমএইচএস বিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের তৈরী বিজ্ঞান মডেলগুলি পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, 2024 জাতীয় যুব উৎসবের থিম ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবন'। যুব উৎসবে মোট ১২টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। র্যালি শুরু হয় ঊনকোটি কলাক্ষেত্র থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রে এসে সমাপ্ত হয়।