Hare to Whatsapp
শূকরে সোয়াইন ফিভার আসাম, অরুনাচল ও মেঘালয়ে পরিলক্ষিত হয়েছে, তবে ত্রিপুরায় এখনো দেখা যায়নি
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৩০, : করোনা ভাইরাস যখন বিশ্বজুড়ে নিত্যদিন শত শত লোকের প্রান কেড়ে নিচ্ছে এবং বিভীষিকা রুপ নিয়েছে ঠিক তখনই দেখা দিয়েছে সোয়াইন ফিভার। তবে এই ফিভার মানব দেহে নয়,শুকরের দেহে। এ ব্যাপারে রাজ্য সরকার শুকরের খামারের মালিকদের সতর্ক করে দিয়েছেন। বলা হয়েছে যে এই সোয়াইন ফিভার আপার আসাম, অরুনাচল ও মেঘালয়ে পরিলক্ষিত হয়েছে। তবে ত্রিপুরায় এখনো দেখা যায়নি।রাজ্য সরকারের তরফে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক নজরদারি রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য কয়েক বছর আগে ও এই সোয়াইন ফ্লু সংক্রমন দেখা দিয়েছিল। তবে মানবদেহে এখনও এর স্ংক্রমন নেই।