Hare to Whatsapp
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অসহযোগিতার অভিযোগ এনেছে প্রদেশ কংগ্রেস
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৩০, : রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অসহযোগিতার অভিযোগ এনেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ ত্রান বন্টন নিয়ে এমন ধরনের বৈষম্য করা মানবিকতার বিরুদ্ধ।
প্রদেশ কংগ্রেস এর ভারপ্রাপ্ত সভাপতি পীযুস বিশ্বাস অভিযোগ করেছেন যে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাবেক বিধায়ক বীরজিৎ সিনহা সামাজিক সংস্থা আশ্রয়ের পক্ষে কৈলাশহর মহকুমা প্রশাসনের কাছে সরকারী মূল্যে গোডাউন থেকে ত্রান বন্টনের জন্য চাল বরাদ্দ করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার তাদের আবেদন মঞ্জুর করেনি। মঞ্জুর না করার খবর ও প্রশাসন জানায়নি।যদিও সম্প্রতি আশ্রয়ের তরফে ৬০০ পরিবারের মধ্যে কৈলাশহরে ত্রান বন্টন করা হয়েছে।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ সামাজিক সংস্থা আশ্রয়ের জন্য চাল মন্জুর না করা হলেও শাসক বিজেপি দলকে চাল দেয়া হয়েছে।শ্রীবিশ্বাসের প্রশ্ন করোনা ত্রান বন্টনে দ্বিমুখীতা কেন? এক দলকে দেয়া হল আর সামাজিক সংস্থা আশ্রয় কে দেয়া হল না কেন? এই ধরনের পক্ষপাতিত্বসুলভ মানসিকতা বন্ধ করার জন্য তিনি দাবী জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য আশ্রয় একটি বিধিবদ্ধ এনজিও। কৈলাশহরে এদের সামাজিক তৎপরতা সাধারন্যে প্রশংসনীয়।
এদিকে প্রদেশ কংগ্রেস থেকে অবিলম্বে বাংলাদেশ এ বিড়ি পাচার বন্ধ করার দাবী জানানো হয়েছে। বলা হয়েছে স্হানীয়ভাবে প্রস্তূত বিড়ি কৈলাশহর ও ধর্মনগর সীমান্ত দিয়ে হরবখত পাচার করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবী জানানো হয়েছে।