Hare to Whatsapp
রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ২৫ , ২০২৪: উচ্চশিক্ষার জন্য ত্রিপুরার ছাত্রছাত্রীদের আগে বহিরাজ্যে যেতে হতো। বর্তমানে রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে। তাই ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে রাজেই পড়াশোনার সুযোগ পাচ্ছে। রাজ্য সরকারও রাজ্যে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং গুণগত শিক্ষার প্রসারে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কামালঘাটস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করে প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।
নবীনবরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এবছর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন কলেজগুলি আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এরপর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় গঠন করা হয়। এর পর এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এমবিবি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তাছাড়া ফরেন্সিক বিশ্ববিদ্যালয়, আইন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বাদ দিয়ে ভারতবর্ষের উন্নয়ন হতে পারেনা। তাই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রসঙ্গক্রমে তিনি নতুন জাতীয় শিক্ষানীতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গুণগত শিক্ষার প্রসারে ইকফাই বিশ্ববিদ্যালের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
নবীনবরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিপ্লব হালদার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ রঙ্গনাথ। উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।