Hare to Whatsapp

রাজ্যে শিল্প বিকাশের অনুকুল পরিবেশ রয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২৪, ২০২৪: রাজ্যে শিল্প বিকাশের অনুকূল পরিবেশ রয়েছে। বর্তমানে বিনোয়োগকারীদের জন্য ত্রিপুরা এখন উল্লেখযোগ্য স্থান। ২৩ সেপ্টেম্বর আগরতলা শহরের এক বেসরকারি হোটেলে দু'দিনব্যাপী ত্রিপুরা রাবার কনক্লেভ-২০২৪-এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এই কনক্লেভে রাবারকে ভিত্তি করে সাফল্য পেয়েছেন এমন শিল্পপতিগণ নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ট্রান্সফর্মিং ত্রিপুরা দ্য ল্যান্ড অব অপরচুনিটিস (Transforming Tripura The land of Opportunities) শীর্ষক একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে ত্রিপুরায় রাবার শিল্পের বিকাশ সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

কনক্লেভে মুখ্যমন্ত্রী বলেন, রাবার উৎপাদনে দেশের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের রাবার উৎপাদনের ৯ শতাংশ ত্রিপুরায় উৎপাদিত হয়। রাজ্যের রাবারের গুণগতমান বিশ্বে সমাদৃত। শুধুমাত্র রাবার নয় ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদও রয়েছে। যার উপর ভিত্তি করে অনেক শিল্প গড়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোধজংনগরের পর শান্তিরবাজারে দ্বিতীয় রাবার পার্ক স্থাপন করা হবে বলে আজ ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমানে রাবার কাঠ থেকে উন্নতমানের ফার্নিচারও তৈরি করা হচ্ছে। যা রাজ্যের মানুষ ব্যবহার করছে। পাশাপাশি বাইরের বাজারে রপ্তানিও করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাবার, বাঁশ, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাতে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে, শিল্পাঞ্চল এলাকা, ফুড পার্ক, ব্যাম্বু পার্ক ইত্যাদি গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করছে।

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যের রাবার দেশের মধ্যে খুবই উৎকৃষ্টমানের। বর্তমান সরকার রাবার শিল্প সম্প্রসারণে খুবই আন্তরিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিজা হাসপাতালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর ড. পলিন খুনদংবাম। এছাড়াও বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিতো। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, মুখ্য বনসংরক্ষক আর কে সামাল প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.