Hare to Whatsapp

ইউ পি, বিহার- এর বেকাররা ত্রিপুরায় এসে এস এস সি জিডি পরীক্ষা দিচ্ছে, এআর মাঠে মারামারিতে আহত ১০/১২ জন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২৩, ২০২৪: অসাধু উপায়ে ত্রিপুরাতে বসবাসের জাল পি আর টি সি বের করে এস এস সি, জিডি-এর পরীক্ষায় বসছে উত্তর প্রদেশ ও বিহার-এর বেকাররা। এবং আশ্চর্যজনক ভাবে তারা চাকরিও পেয়ে যাচ্ছেন। আগরতলা পর্যন্ত ট্রেন চলাচল শুরুর পরে গত পাঁচ ছয় বছর ধরেই এটা চলছে অস্বাভাবিক ভাবে। ত্রিপুরার চাকরি প্রার্থীরা বহু বার বহিঃ রাজ্যের এসব জালি প্রার্থীরা চাকরি পরীক্ষা দিতে বিহার ও ইউ পি থেকে আসা ছেলেদের পাকড়াও করে পুলিশ এর হাতে হস্তান্তর করেছে । কিন্তু একটি ক্ষেত্রেও ত্রিপুরা পুলিশ বহিঃ রাজ্যের প্রার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় তার অব্যাহত রয়েছে।

জানা গেছে, আজ রাজধানীর আসাম রাইফেলস মাঠে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে চাকরির জন্য শারীরিক সক্ষমতা পরীক্ষা ছিল । অভিযোগ, আজো বহিঃ রাজ্যের বিহার ও ইউ পি-এর বহু চাকরি প্রার্থীরা এস এস সি জিডি এর শারীরিক সক্ষমতা পরীক্ষায় বসেছে।

জানা গেছে আজ সকালে আগরতলায় আসাম রাইফেলস চত্বরে বহিঃ রাজ্যের প্রার্থীদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ত্রিপুরার চাকরি প্রার্থীরা। স্হানীয় চাকরি প্রার্থী যুবকদের অভিযোগ গত বেশ কয়েক বছর ধরেই বহিঃ রাজ্যের বিশেষত ইউ পি এবং বিহার এর যুবকরা দল বেঁধে ট্রেনে করে এসে ত্রিপুরাতে পরীক্ষা দিলেও ত্রিপুরা সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেনা। অভিযোগ এসব বহিঃ রাজ্যের প্রার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই গোর্খা বস্তীর ঠিকানায় পিআরটিসি জমা দিচ্ছেন। অথচ গোর্খা বস্তীর কাউকে তারা চেনেনা। আজ সকালে এমন একাধিক চাকরি প্রার্থীকে চিহ্নিত করে পুলিশ এর হাতে হস্তান্তর করা হয়। কিন্তু রাজধানীর এন সি সি থানার পুলিশ কিছুই করেনি। উল্টো পুলিশ এর সামনেই বহিঃ রাজ্যের প্রার্থীদের সাথে মারপিট চলে।

জানা গেছে রাজ্য ও বহিঃ রাজ্যের প্রার্থীদের মধ্যে মারামারিতে আহত হয়েছেন অন্তত ১০/১২ জন চাকরিপ্রার্থী।

জানা গেছে এস এস সি , জিডি-এর শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ গ্রহণকারী এসব চাকরি প্রার্থীরা ত্রিপুরার বিআরটিসি জমা দিলেও বাস্তবে তারা ত্রিপুরাতে থাকে না। এমনকি ত্রিপুরা সম্পর্কে তাদের কোন ধারণাও নেই।

অভিযোগ বিহার ও ইউ পি-এর প্রার্থীরা মোটা অংকের টাকার বিনিময়ে পি আর টিসি সংগ্রহ করে নিচ্ছে। আজ সকালে আগরতলায় আসাম রাইফেলস চত্বরে রাজ্য ও বহিঃ রাজ্যের প্রার্থীদের মধ্যে মারামারির সময় পুলিশ ঘটনাস্থলে ছিলেন। কিন্তু পুলিশ এর সামনেই মারামারিথে দুই পক্ষের ১০/১২ জন চাকরিপ্রার্থী। আহত হয়েছেন।

জানা গেছে, এবছর প্রায় চার হাজার শূন্য পদে লোক নিয়োগে পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। ছেলেদের শারীরিক সক্ষমতা পরীক্ষা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। ২৫ অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের শারীরিক সক্ষমতা পরীক্ষা।

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে উত্তর পূর্বাঞ্চলের কৌটায় ইউ পি, বিহার-এর প্রার্থীরা কিভাবে চাকরি বাগিয়ে নিচ্ছেন এই সম্পর্কে ত্রিপুরার বন্ঞিত চাকরি প্রার্থীরা অনেক দিন ধরেই সোচ্চার। কিন্তু ত্রিপুরা সরকার এনিয়ে চুপ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.