Hare to Whatsapp
মারনব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে এবং তার মোকাবেলায় এক সাথে কাজ করার সংকল্প ব্যক্ত করেছে ভারত ও বাংলাদেশ।
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৯, : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সাথে টেলিফোনিক আলোচনায় দুই প্রতিবেশী দেশের দুই শীর্ষ নেতা করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে এবং তার মোকাবেলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের তথ্য উপদেষ্টা ইহসানুল করিম বিকালে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে শেখ হাসিনা ওয়াজেদ কে ফোন করেন। তাঁদের মধ্যে করোনা জনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে দু দেশের যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদ্যশষ্য উ্ৎপাদনে জোর দিয়েছেন বলে তথ্য উপদেষ্টা জানিয়েছেন।
উল্লেখ্য ইতিপূর্বে ও দুই রাষ্ট্র নেতার মধ্যে আলোচনা হয়েছে।
ভারত ও বাংলাদেশ দু দেশেই করোনায় মৃত্যু মিছিল চলছে।বাড়ছে সংক্রমন দুই প্রতিবেশী দেশেই। আবার সুস্থ ও হচ্ছেন। দু দেশেই চলছে লকডাউন। সীমান্তে অনুপ্রবেশে রোধে দু দেশেই ব্যবস্হা নিয়েছে। সীমান্ত প্রহড়া জোরদার করা হয়েছে। টহলদারি জোরদার করার পাশাপাশি নজরদারি ও তীব্র করা হয়েছে। ত্রিপুরা -বাংলাদেশের সিমান্তে জনতা কারফু জারী রয়েছে।