Hare to Whatsapp
দেশের অগ্রগতি ও কল্যাণেও ছাত্রছাত্রীদের ভূমিকা গ্রহণ করতে হবে : রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২২, ২০২৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত মিশনে আমাদের দেশ শিক্ষা ক্ষেত্রে সুপার পাওয়ার হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলার জন্য শিক্ষাই হল সবচেয়ে শক্তিশালী মাধ্যম। জ্ঞান ও উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে ছাত্রছাত্রীদের শুধু তাদের জীবন গড়ে তুললেই হবে না। দেশের অগ্রগতি ও কল্যাণেও ছাত্রছাত্রীদের ভূমিকা গ্রহণ করতে হবে। ২১ সেপ্টেম্বর ইকফাই বিশ্ববিদ্যালয়ে ১৯তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন। আজ বিকালে ইকফাই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, এই বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠবে। উত্তর পূর্বাঞ্চল এবং আমাদের দেশের উন্নতিতে ইকফাই বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবদান রাখবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. পি জি সীতারাম। ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিপ্লব হালদার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন পেশ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ রঙ্গনাথ। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।