Hare to Whatsapp

আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে।

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ১৩, ২০২৪: আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যে সব জেলা ও মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৫১টি বেঞ্চে ২৩,৯৯৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ১২ সেপ্টেম্বর ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সদস্যসচিব ঝুমা দত্ত চৌধুরী এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সদস্যসচিব দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তৃতীয় জাতীয় লোক আদালতে যেসমস্ত মামলা তোলা হবে এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯২০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২০,০৭৪টি মামলা রয়েছে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সদস্যসচিব আরও জানান, জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭০টি, ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২০৫টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৭,৭৭৭টি মামলা, বৈবাহিক বিরোধের ২৮৬টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৬০ ১টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ১১টি এবং দেওয়ানি সংক্রান্ত ১৬টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩ ১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১১টি বেঞ্চ বসবে। তিনি জানান, ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ৬ আগস্ট থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.