Hare to Whatsapp
এন এল এফটি ও এটিটিএফ ক্যাডারদের চুক্তি অনুযায়ী তিন বছর ধরে মাসে ছয় হাজার, এককালীন চার লাখ টাকা দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৮, ২০২৪: এন এল এফটি ও এটিটিএফ ক্যাডারদের চুক্তি অনুযায়ী তিন বছর ধরে মাসে ছয় হাজার, এককালীন চার লাখ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৬ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এই তথ্য দিয়ে বলেছেন এছাড়াও স্ব-কর্মসংস্থান কর্মসূচিতে সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থান অর্জনে এন এল এবং টি ও সদ্য আত্মসমর্পণকারী উগ্রবাদী ক্যাডারদের জমি এলিমেন্ট ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা-এর বক্তব্য অনুযায়ী উগ্রপন্থী ক্যাডাররা মাসিক তিন বছরের জন্য ৬ হাজার টাকা করে পার্বেন। সরকার কৃষি, মৎস্যচাষ এবং জৈব চাষের মতো বিভিন্ন কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাডারদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে।
ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং এনএলএফটি ও এটিটিএফ-এর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ত্রিপাক্ষিক কমিটি এই চুক্তি বাস্তবায়নের তদারকি করবে।
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান এছাড়াও ভারত সরকার ২৫০ কোটি টাকার একটি বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ অনুমোদনের কথা বিবেচনা করতে পারে। রাজ্য সরকার ত্রিপুরার জনজাতি জনগণের আর্থিক উন্নয়নের জন্য এই ২৫০ কোটি টাকার প্রকল্প রূপায়ণ করবে।