Hare to Whatsapp
বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি নয়াদিল্লি
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৭, : করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে নানা দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনলেও প্রতিবেশী বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি নয়াদিল্লি। ওখানে আটকেপড়া ভারতীয়দের মধ্যে একারনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে সীমান্ত পাড়ের খবর।
খবরে প্রকাশ বাংলাদেশে প্রায় সাড়ে তিন হাজার ভারতীয় লকডাউন জনিত কারনে আটকে পড়েছেন। এদের যদিও খাদ্য সামগ্রী দিচ্ছে ভারতীয় দূতাবাস তবু ভারতীয়দের অর্থনৈতিক সংকটে কাটাতে হচ্ছে। এদের কাছে যা অর্থ ছিল তা প্রায় নিঃশেষ। নানা ধরনের অসুখে ও ভোগছে অনেকেই। কিন্তু অষুধ কেনার অর্থ তাদের কাছে নেই।
এঁরা দেশে ফিরে আসার জন্য ভারতীয় দূতাবাস গুলির যোগাযোগ রাখলেও কোন কাজ হচ্ছে না। শুধু বলা হচ্ছে তাঁরা বিষয়টি দেখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছে তারা। কিন্তু কোন আশার আলো দেখতে না পেয়ে এরা হতাশ হয়ে পড়ছেন।
আটকে পড়াদের অধিকাংশ পশ্চিম বঙ্গের বিশেষ করে কোলকাতার। এদের মধ্যে একটা বড় অংশ ব্যবসায়ী।যাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেটে রং সাথে ব্যবসা রয়েছে। কলকাতার বেশ কিছু ব্যবসায়ীতো ঢাকায় পড়েই থাকেন।এঁরা জিরো পয়েন্ট এলাকার হোটেলগুলোতে থাকেন। এদের লাখো লাখো টাকার ব্যবসা রয়েছে।মাসের মধ্যে প্রায় কুড়ি দিন ই এরা ঢাকায় থাকেন।আগরতলার ও বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন তারা কমলাপুর অনচলেই বেশী থাকেন।
আগরতলার আইনজীবী অনুপম ভট্যাচার্য সস্ত্রীক ব্রাক্ষনবাড়ীর মেড্ডাতে রয়েছেন।উনার পা অস্বাভাবিক ফূলে রয়েছে। কিন্তু আস্তে পারছেন না।এমন অনেকেই রয়েছেন যারা অসুস্থ। তাদের প্রত্যাশা এদের দেশে ফিরিয়ে আনার জন্য নয়াদিল্লি উদ্যোগ নেবে সহসাই। বেশ কয়েকটি দেশের নাগরিক যারা বাংলাদেশে ছিলেন বা আটকে পড়েছিলেন তাদের বিমান যোগে ঢাকা থেকে ফিরিয়ে নেয়া হয়েছে। বাংলাদেশ ও চেন্নাই,কোলকাতায় আটকে পড়াদের বিমানযোগে ফিরিয়ে এনেছে। কিন্তু ভারতীয় পাসপোর্টধারীদের ফিরিয়ে না আনায় ক্ষোভ দেখা দিয়েছে।