Hare to Whatsapp

সিপাহীজলা ও খোয়াই জেলায় বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে আন্ত:মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ৩১, ২০২৪: রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আন্ত:মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধিদল আজও পৃথকভাবে শান্তিরবাজার মহকুমা, সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকা এবং খোয়াই জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যগণ কৃষিজমি, সড়ক যোগাযোগ, পানীয়জল, বিদ্যুৎ পরিকাঠামো প্রভৃতি ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। প্রতিনিধিদল ত্রাণ শিবিরে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গেও মতবিনিময় করেন।

কেন্দ্রীয় প্রতিনিধিদলের চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব ( ফরেনার্স) বি সি যোশী, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা জিন্টু দাস, কলকাতা এবং গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা (দিশা) উমেশ কুমার রাম ৩০ আগস্ট প্রথমে শান্তিরবাজার মহকুমার বগাফার ছয়ঘড়িয়া ভিলেজ এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা, অশ্বিনী ত্রিপুরা পাড়া জেবি স্কুলে ত্রাণ শিবির পরিদর্শন করেন। বন্যার সময় ভূমিধসে নিহত ৭ জনের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন। এরপর প্রতিনিধিদলটি সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকে জিরাতলী বাজার এলাকায় কামরাঙ্গাতলী লোহার সেতুর জায়গাটি পরিদর্শন করেন। গোমতী নদীর উপরে থাকা এই সেতুটি বন্যার সময় সম্পূর্ণভাবে ভেসে গেছে। প্রতিনিধিদলটি এরপর মেলাঘর চরের সব্জি চাষের জমি, তেলকাজলা এলাকায় মাছ চাষের জলাশয়, কলমক্ষেত এলাকায় চাষের জমি প্রভৃতি পরিদর্শন করেন। ঘ্রাণতলী এসবি স্কুল বাড়িটিতে এখনও বন্যার জল জমে আছে। প্রতিনিধিগণ এই স্কুলটিও পরিদর্শন করেন। সোনামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রাণ শিবির, কাঠালিয়ার উত্তর মহেশপুর হায়ার সেকেন্ডারি স্কুল, থলিবাড়ি এডিসি ভিলেজে বন্যার সময় ঘর ভেঙ্গে আহত বিশুরাই ত্রিপুরার বাড়ি পরিদর্শন করেন এবং আহত দুইজনের সঙ্গে কথা বলেন। তাছাড়া বেজিমারা এলাকায় মৎস্যচাষের জলাশয়ও প্রতিনিধিগণ পরিদর্শন করেন।

শান্তিরবাজার মহকুমার বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক মনোজ কুমার সাহা, সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, মহকুমা শাসকগণ, বিডিওগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য অর্থমন্ত্রকের ব্যয় দপ্তরের উপঅধিকর্তা মহেশ কুমার, সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের গুয়াহাটি আঞ্চলিক অফিসের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পি কে মিনা এবং জলশক্তি মন্ত্রকের অধিকর্তা শশাঙ্ক ভূষণ আজ সকাল থেকে খোয়াই জেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি আজ প্রথমে খোয়াই মহকুমার অজগরটিলা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিজমি ও খোয়াই নদীর ভাঙ্গন পরিদর্শন করেন। এরপর চেবরি ব্রিজ সংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের সাথে কথা বলেন।

এরপর প্রতিনিধিদলটি কল্যাণপুর ব্লক এলাকায় চা বাগান সংলগ্ন খোয়াই নদীর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি, দক্ষিণ দুর্গাপুর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি ও সড়ক, ঘিলাতলী বাজার সংলগ্ন গোদারা ঘাটে খোয়াই নদীর উপর ক্ষতিগ্রস্ত স্টিলব্রিজ, আশেপাশে সব্জি ক্ষেত, কৃষি জমি পরিদর্শন করেন। এরপর কমলনগর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি, মৎস্যচাষের জলাশয়, পাকা রাস্তা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধিদল ৪৩ মাইলের বিলাধন রিয়াং চৌধুরী পাড়া হাইস্কুলে ত্রাণ শিবির ঘুরে দেখেন ও শিবিরে থাকা বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। তারা ৪৭ মাইলে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কটিও পরিদর্শন করেন। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক পরিমল মজুমদার, ত্রাণ পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধিকর্তা জে ভি দোয়াতি সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.