Hare to Whatsapp

জন্মাষ্টমী উৎসব হিন্দুদের কাছে এক পবিত্র উৎসব : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২৭, ২০২৪: জন্মাষ্টমী উৎসব হিন্দুদের কাছে এক পবিত্র উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদেরকে সৎভাবে জীবন পরিচালনা করতে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ২৬ আগস্ট শ্রীকৃষ্ণ মন্দিরে ৫ দিনব্যাপী শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করে একথা বলেন। উল্লেখ্য, এই উৎসব এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করল। ত্রিপুরা যাদব মহাসভা এই উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণের বিভিন্ন বিগ্রহের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ত্রিপুরা যাদব মহাসভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সাম্প্রতিক বন্যায় রাজ্যের প্রভূত ক্ষতি হয়েছে। তবে এই উৎসবে অগণিত ভক্তদের উপস্থিতি নিরানন্দের মধ্যেও আমরা আনন্দ দেখতে পাই। আমরা আশা করি সকলের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মুখ্যমন্ত্রী বলেন, মানব সেবাই সবচেয়ে বড় সেবা। মানব সেবার মধ্যদিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। রাজ্যের বন্যায় দুর্গতদের সহায়তায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ১০ কোটি টাকা এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ২০ কোটি টাকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রাথমিক সহায়তা হিসেবে এসডিআরএফ'র সেন্ট্রাল শেয়ারে ৪০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রাচীনকাল থেকেই আমাদের দেশের কৃষ্টি-সংস্কৃতির সাথে আধ্যাত্মিকতার যোগসূত্র রয়েছে। সুন্দর ও সুস্থ চেতনার বিকাশ ঘটে আধ্যাত্মিকতার সংস্পর্শে। এই পথই হচ্ছে মানব সমাজের মঙ্গলের পথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা যাদব মহাসভার চেয়ারম্যান প্রমোদ লাল ঘোষ। উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, ত্রিপুরা যাদব মহাসভার সভাপতি দেবব্রত ঘোষ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ বসে আঁকো এবং কৃষ্ণ সাজের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে রাজ্যের সাম্প্রতিক বন্যায় দুর্গতদের সহায়তায় ত্রিপুরা যাদব মহাসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.