Hare to Whatsapp
করোনার ভ্যাকসিন নেওয়া ড.গ্রানাটো ভাল, সুস্থ আছেন, আশাবাদী বিশ্ব, অক্সফোর্ড
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৭, : ড.এলিসা গ্রানাটো ভাল আছেন এবং বিলকুল সুস্থ। তাঁর মৃত্যু হয়েছে বলে সোস্যাল মিডিয়ায় যে খবর প্রচার হয়েছে,ভাইরাল হয়েছে তাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে বিবিসি। অক্সফোর্ডে করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষা হয় গ্রানাটোর দেহে।
বিবিসি এর স্বাস্হ্য বিষয়ক সংবাদদাতা ওয়ালশ বলছেন ড.গ্রানাটো বলেছেন তিনি আজ ড.গ্রানাটো্র সাথে উনার স্কাইপেতে কথা হয়েছে বেশ ক'মিনিট। গ্রানাটো বলেছেন যে তিনি আজ রোদ পোহিয়েছেন।বেশ ভালো লাগল ওই রোদের তাপ।
ড.গ্রানাটো আজ অনলাইনে পরিবারের সদস্যদের সাথে গ্রুপ চ্যাট করেছেন। তিনি বলেছেন পরিবারের সদস্যদের যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে যেন তারা মুষড়ে না পড়েন।
অবাক কান্ড একটি সাইট থেকে ড.গ্রানাটোর মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়। প্রধান প্রসেফর পোলার্ড ভ্যাকসিন পরীক্ষায় নেতৃত্বে রয়েছেন।
বৃহষ্পতিবার তার দেহে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর থেকে নানা সময়ে তার রক্ত পরীক্ষা করা হচ্ছে। কিন্তু গ্রানাটো সম্পুর্ন সুস্থ বলে জানিয়েছেন বিবিসি অনলাইন এবং সিএনএন।