Hare to Whatsapp
ফ্লু, এইচআইভি-র ঔষুধে করোনা সারানোর চেষ্টা ব্যর্থ হয়েছে চীনে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৬, : বেজিং জানিয়েছে ফ্লু,এইচআইভি র ঔষুধে করোনা সারানোর চেষ্টা ব্যর্থ হয়েছে চীনে। এদিকে চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছে করোনা নিয়ে তারা অন্য কোন দেশকে তদন্ত করতে দেবে না।
এইচআইভি ও ফ্লু এর ঔষুধ করোনা রোগীকে সারিয়ে তুলতে পারে বলে শোনা যাচ্ছিল। চীন এই দুই ঔষুধের প্রয়োগ করেছে সম্প্রতি। কিন্তু বেজিং এর দাবী চীনের পরীক্ষায় সেসব ঔষুধ ব্যর্থ বলে প্রমানিত হয়েছে। বেজিং রাতূ জানিয়েছে এই দুই রোগের ঔষুধ প্রয়োগ করে কাজ তো হয়নি বরং ঔষুধের প্বার্শপ্রতিক্রিয়া রয়েছে।
ডেইলি মেইল জানিয়েছে ৮৬ জন রোগীর উপর প্রয়োগ করা হয় লোপিনাভি,ও রিতোনাভির। প্রয়োগের পর সেন্টার পর ইনফেকশন ডিজিসেস অব য়াংঝাউ এইটথ পিপলস হসপিটালের উপর গবেষণা চালিয়েছে। ফ্লু-র ঔষুধ আরবিডল নিয়েও পরীক্ষা চালানো হয়। কিন্তু এই তিন ঔষুধ করোনা রোগীদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। রোগীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের পরামর্শ করোনা রোগীদের ক্ষেত্রে এই তিন ঔষুধ ব্যবহার না করাই ভালো।
সহায়তা: ডেইলি মেইল