Share Whatsapp

ডঃ অরিজিৎ দাসকে IASR-র সম্মানিত ডিগ্রি 'ডক্টর অব সায়েন্স' প্রদান

By Our Correspondent

আগরতলা, জানুয়ারি ৮, : মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা International Agency for Standards and Ratings (IASR) রাজ্যের কৃতি সন্তান ডঃ অরিজিৎ দাসকে ক্যামিকেল সায়েন্সের উপর সম্মানিত ডিগ্রি 'ডক্টর অব সায়েন্স' (D.Sc.) প্রদান করেন। Ph.D. এর পর 'ডক্টর অব সায়েন্স' (D.Sc.) হল সর্বচ্চ যোগ্যতা।

রাজ্যের কৃতি সন্তান তথা বর্তমানে আগরতলার বি বি এম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরিজিৎ দাসের সুদীর্ঘ গবেষনার ফসল হিসেবে এবার মর্যাদাপূর্ণ ক্যামব্রিজের গবেষকরা ডঃ অরিজিৎ দাসের লেখা একটি বই প্রকাশ করেছেন। যার নাম হচ্ছে 'Innovative Mnemonics in Chemical Education: A Handbook for Classroom lectures'। প্রথমে বইটি অনলাইনে প্রকাশিত হলেও গত ১লা নভেম্বর বইটির হার্ড কপি প্রকাশিত হয়। পাশাপাশি ডঃ দাসের লেখা এই বইটি লন্ডনের বৃহত্তম গ্রন্থাগার 'ব্রিটিশ গ্রন্থাগারে' সূচিত হয়েছে।

ডঃ অরিজিৎ দাসের এই সাফল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা রসায়নের বিখ্যাত স্কলার অধ্যাপক ডঃ জি এন মুখার্জি, আই আই টি কানপুরের অধ্যাপক ডঃ আর এন মুখার্জি, আই আই টি খড়গপুরের রসায়ন বিভাগের অধ্যাপক পি কে চ্যাটার্জি, হায়েদ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এস কে দাস, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ ডেলমার লারসেন, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইচ কে শর্মা, ভিয়েতনামের Vinh University এর Chemistry বিভাগের প্রধান অধ্যাপক Cao Cu Giac, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা minerazzi.com এর প্রশাসক Dr. Edel Garcia, Editor Helen Edwards Cambridge Scholars Publishing, England, UK ডঃ দাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা International Agency for Standards and Ratings (IASR) ডঃ অরিজিৎ দাসকে ‘ফাদার অব মর্ডান ক্যামিকেল এডুকেশন (উদ্ভাবনী স্মৃতিবর্ধনবিদ্যা)’ এর উপাধিও দিয়েছে।

উল্লেখ্য, গত 7th Aug, 2018 and 13th Nov, 2019 ভারত সরকারের কপি রাইট দপ্তর New Delhi, ডঃ অরিজিৎ দাসের আবিষ্কৃত রসায়নের ১৯টি সহজ শিক্ষাদান পদ্ধতি সহ ৩৯টি সূত্রকে মান্যতা দিয়েছেন। যার রেজিস্ট্রেশন নম্বর হল L-77140/2018 and L-86934/2019.

সম্প্রতি সরাসরি 'Wikipedia' থেকে ডঃ অরিজিৎ দাসের জীবনী নিয়ে তা প্রকাশ করেছে জনপ্রিয় 'wiki bios' এ। পাশাপাশি 'wiki bios' ডঃ দাসের বেশ কিছু সহজ শিক্ষাদান পদ্ধতি এবং আধুনিক ফর্মুলা সংযোজিত করেছে।

শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদানের স্বপ্ন নিয়ে ডঃ দাস www.arijitchemistryworld.com নামে এক ওয়েবসাইটের সূচনা করেছিলেন। ডঃ দাসের নিরলস প্রচেষ্টার এরকম অসংখ্য উদাহরণ রয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.