Hare to Whatsapp
সনাতন ধর্ম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্ম : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১২, ২০২৪: সনাতন ধর্ম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্ম। এই ধর্ম মানুষে মানুষে আত্মিক সম্পর্ককে যেমন সুদৃঢ় করে তেমনি ঐক্য ও সংহতি রক্ষায়ও মুখ্য ভূমিকা পালন করে। ১১ আগস্ট রাণীরবাজারের আসামপাড়ায় নবনির্মিত কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, খাদ্য ও জনসং ভরণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক অন্তরা সরকার দেব প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কুম্ভকালী মন্দিরের উন্নয়নে এগিয়ে আসার জন্য যারা সহায়তা প্রদান করেছেন তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন এক প্রশংসনীয় উদ্যোগ।
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনা আখাড়ার রাষ্ট্রীয় সচিব থানাপতি মহন্ত শ্রী রঞ্জিতানন্দ গিরিজী মহারাজ। ধন্যবাদ জ্ঞাপন করেন তপোবন আশ্রম ও কুম্ভকালী মন্দিরের পক্ষে স্বামী সচ্চিদানন্দ পুরী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্ৰী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ অন্যান্য অতিথিগণ রক্তদান শিবির পরিদর্শন করে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন।