Hare to Whatsapp
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও শিল্পীদের উপর আক্রমন বৃদ্ধিতে সম্মিলিত নাট্য প্রয়াসের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১১, ২০২৪: বিগত মাসাধিক কাল সময় ধরে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক আন্দোলনের ফলে বাংলাদেশে বিগত সরকারের পতন ঘটেছে। সরকার পতনের আগে আন্দোলনকারী নিহত ছাত্রদের প্রতি গভীর শোক জ্ঞাপন করে ত্রিপুরার সম্মিলিত নাট্য প্রয়াস এর এক বিবৃতিতে শোক প্রকাশ করে তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি সরকার পতনের পরবর্তী কালে সে দেশে উদ্ভূত অরাজক পরিস্থিতিতে শিল্পী সাহিত্যিক, সাধারণ নাগরিক ও সংখ্যালঘুদের উপর যে নির্মম অত্যাচার ও প্রাণহানি ঘটেছে, সম্মিলিত নাট্য প্রয়াস তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। এই সব ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে
সম্মিলিত নাট্য প্রয়াস বাংলাদেশে সদ্য গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রতি শিল্পী সাহিত্যিক ও সংখ্যা লঘুদের উপর সংঘঠিত ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদান করতে ও বর্তমানে শিল্পী সাহিত্যিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিবৃতিতে আবেদন জানিয়েছেন সংস্হার সম্পাদক সঞ্জয় কর।