Hare to Whatsapp

ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ৮, ২০২৪: ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরাজমান। এজন্য আমরা বলি কবির মৃত্যু নেই। কবির ঐতিহ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা করা উচিত। ৭ আগস্ট সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের চিন্তা-চেতনায়, সমাজ জীবনে, দেশপ্রেমে সবকিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। কবির সাহিত্য, দর্শন, চিন্তাভাবনা সঙ্কটকালে আমাদের উত্তরণের পথ দেখিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সাহিত্যের সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথের পদচারণা ছিল। সর্বক্ষেত্রেই তিনি বিষ্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সাহিত্য সৃস্টির পাশাপাশি তিনি একজন দেশপ্রেমীও ছিলেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় সংহতি রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীতও রবীন্দ্রনাথ ঠাকুরেরই সৃষ্টি। তিনি বলেন, ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ৭বার ত্রিপুরায় এসেছিলেন। ত্রিপুরার পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রাজর্ষি, বিসর্জন, মুকুট ত্রিপুরাকে বিশ্ব পরিচিতি দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, সাহিত্য, সৃষ্টি, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতিবোধ আগামী প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেক গুণাবলীর সমাহার বিশ্বে বিরল। এমন বিশাল ব্যক্তিত্ব যার সঙ্গে কারোর তুলনা করা যায়না। আমাদের সবার জীবনেই প্রতিনিয়ত রবীন্দ্রনাথ বিরাজমান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য, দেশপ্রেম বিষয়ে আলোচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. পরমাশ্রী দাশগুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা তপন দাস। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.