Hare to Whatsapp
৩ সেপ্টেম্বর রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৮, ২০২৪: আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার) ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতের নির্বাচন কমিশন ৭ আগস্ট এই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে। নির্ঘন্ট অনুযায়ী নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ আগস্ট, ২০২৪ (বুধবার)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট, ২০২৪ (বুধবার)। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে দেখা হবে ২২ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ আগস্ট, ২০২৪ (সোমবার)। ৩ সেপ্টেম্বর, ২০২৪ ভোট গ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে ৩ সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার) বিকাল ৫টায়। নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে ৬ সেপ্টেম্বর, ২০২৪ (শুক্রবার)-র আগে। উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব অস্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়ে পড়ে।