Hare to Whatsapp
লকডাউনের সুযোগ নিয়ে রাজ্যে চূড়ান্ত ফাটকাবাজী, আমজনতার ঊর্ধ্বশ্বাস
By Our Correspondent
আগরতলা, ২৫ , : লকডাউনের সুযোগ নিয়ে রাজ্যে চূড়ান্ত ফাটকাবাজী চলছে। টাক্সফোর্সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যবসায়ীদের একাংশ যে যার মত করে সাধারন মানুষের গলা কাটছে। এযেন গর্দান কাটা। কোথায় কড়িৎকরমা টাক্স ফোর্স মাঝে মধ্যে মিডিয়ার লোকজনদের আগেভাগে খবর দিয়ে ঠেকে অভিযান চালিয়ে থাকেন। এমন ভাবে অভিযান চালান রাতে যেন পরের দিনের সংবাদপত্রের পাতায় ঠাঁই পায়। নজরে আসে তাদের অভিযানের সংবাদ ও ছবি প্রশাসনিক কর্মকর্তাদের।
এমন অভিযোগও রয়েছে, মাঝেমধ্যেই এরা মহারাজগঞ্জ বাজার কিংবা লেইক চৌমুহনী বাজারে বলে কয়ে অভিযান চালিয়ে থাকেন। এদের অভিযান দেখলে স্হানীয়রা আড়ালে আবডালে লুকিয়ে মুচকি মুচকি হাসেন। বুঝুন ঠ্যালা এবার। যাবেন কোথায়! সর্ষেতেই যে ভূত লুকিয়ে আছে।
বলি ফাটকাবাজিরও সীমা বা মাত্রা থাকা প্রয়োজন। কিন্তু এরাজ্যে তো আর তা নেই। পাঁচ টাকা দামের বিস্কুট ফাটকাবাজরা আট টাকায় বিক্রি করে। খুচরো দোকানীদের সেই ধরে কিনে দশ টাকায় বিক্রি করতে বাধ্য হন। ৩০ টাকা দামের সিগারেট ১০০টাকায়, ৬০ টাকা দামের জিনিস ১২০টাকায় এবং ১০০ টাকার জিনিস ১৮০টাকায় হরদম বিকোচ্ছে। ভাল, সরিষার তেলের কথা বলে তো লাভ নেই। একেকজন এমন মুনাফা লুটছেন তা কল্পনার অতীত। মহারাজগঞ্জ বাজারের গুড় পট্টিতে এক ব্যবসায়ী ছোট এক দরজার দোকান নিয়ে বসে আছেন। ওই ব্যবসায়ী রাজ্যের দোকানীদের কাছে বাঁকা পথে আইটিসি কোম্পানীর সিগারেট বিক্রি করে লকডাউনের বাজারে প্রায় এক কোটি টাকার মুনাফা লুটেছে বলে বাজারের ব্যবসায়ীরা বলাবলি করেন। আরেকজন যিনি আছেন তিনিও কম যান না। শুধু সিগারেট বিক্রি করে কাড়িকাড়ি টাকার মুনাফা লুটছেন। এসব সবাই জানে। কিন্তু হলে কি হবে! জানেনা শুধু টাক্সফোর্স। এই দুই ব্যবসায়ী নানা যোগসাজশে গুয়াহাটি থেকে এনে এসব বিক্রি করে থাকেন। এখানেও এদের বিনিময় রয়েছে। এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এই যেমন মোহড়ছড়ার এক ব্যবসায়ী গোলাবাজারে ভিটি নিয়ে মাত্র ৬ মাসে ইয়া বড়া ইমারত করেছেন। গেরুয়ার দাপট দেখিয়ে ধরাকে সড়া জ্ঞান করেন। উনার দুনম্বরি ব্যবসাও রয়েছে বলে অনেকেই বলাবলি করেন। কিন্তু কে দেখে কাকে বা কে এদের দুনম্বরি ব্যবসা দমন করবে? সব যে একসূত্রে গাঁথা।
কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের সামনে এরা দিনের পর দিন এমন গলা কাটবে, সাধারন মানুষের পকেট ডাকাতি করবে আর সব দর্শক হয়ে থাকবে তাকি কখনও হয়? হ্যাঁ তা হয় এ রাজ্যে। এককথায় ফাটকাবাজীর দৌলতে আমজনতার ঊর্ধ্বশ্বাস।