Hare to Whatsapp
৮ আগস্ট যেসব এলাকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে সরকারি অফিস বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৭, ২০২৪: রাজ্যের যেসব এলাকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে অবস্থানকারী সমস্ত সরকারি দপ্তর, ম্যাজিস্ট্রেরিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান ৮ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) বন্ধ থাকবে। পঞ্চায়েতের সাধারণ নির্বাচনে ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১৩৫বি ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে থাকা শিল্প প্রতিষ্ঠান, ফ্যাক্টরি আইন ১৯৪৮-এর আওতায় থাকা ত্রিপুরা সরকারের অধীনস্ত সমস্ত প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারিগণের জন্য ৮ আগস্ট, ২০২৪ সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অথবা অধিগৃহীত শিল্প প্রতিষ্ঠান সমূহে এবং অন্যান্য প্রতিষ্ঠান সমূহে কর্মরত কোনও ভোটার যদি যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে সেখানে না থেকে রাজ্যের অন্যান্য অংশে অবস্থান করেন তাদের ক্ষেত্রে স্পেশাল ক্যাজুয়েল লিভ দেওয়া হবে। অনুরূপভাবে যে স্থানে ভোট হচ্ছে ঐ এলাকার বাইরে থাকা ক্যাজুয়েল / দৈনিক হাজিরার কর্মীগণ ৮ আগস্ট, ২০২৪ সবেতন ছুটির আওতায় আসবেন। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১৩৫বি (১) ধারা অনুযায়ী তারা এ সুযোগ ভোগ করবেন। তবে যে সমস্ত কর্মচারির অনুপস্থিতিতে তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত তার সমূহ বিপদ বা ক্ষতি হতে পারে তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।