Hare to Whatsapp
আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের নিজস্ব ডাটা সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৬, ২০২৪: আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের নিজস্ব ডাটা সেন্টারের ৫ আগস্ট উদ্বোধন করা হয়। ইন্দ্রনগরে আইটি ভবনের নিচতলায় এই ডাটা সেন্টারের উদ্বোধন করেন মুখ্যসচিব জে কে সিনহা। উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যনির্বাহী আধিকারিক ডা. শৈলেশ কুমার যাদব। পরে অতিথিগণ এই ডাটা সেন্টারের বিভিন্ন কক্ষগুলি ঘুরে দেখেন এবং এর পরিষেবা সম্পর্কে অবগত হন।
ডাটা সেন্টারের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যনির্বাহী আধিকারিক ডা. শৈলেশ কুমার যাদব বলেন, সারা দেশের সবগুলি স্মার্ট সিটির মধ্যে সর্বপ্রথম আগরতলা স্মার্ট সিটি লিমিটেডেরই নিজস্ব ডাটা সেন্টার নির্মাণ করা হয়েছে। পূর্বে ডিআইটি'র সঙ্গে যৌথভাবে স্মার্ট সিটির ডাটা সেন্টার পরিচালনা করা হত। তিনি বলেন, মোট ৩০ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে এই ডাটা সেন্টার নির্মাণ করা হয়। দুই মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আগরতলা শহরের সবগুলি সিসি টিভি, ট্রাফিক পয়েন্ট, এলইডি ডিসপ্লে বোর্ড এই ডাটা সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে। মোট ১৫৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এগুলি যুক্ত রয়েছে। এই ডাটা সেন্টারে সর্বাপেক্ষা ৩০ দিনের সমস্ত ধরণের ডাটা মজুত থাকবে। কিন্তু বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট ডাটা যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষিত রাখা যাবে। ডাটা সেন্টারটি ২৪X৭ চালু থাকবে।