Hare to Whatsapp
পাঁচদিন ব্যাপী কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে প্রশিক্ষণ শিবির সমাপ্ত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৩, ২০২৪: আগরতলার প্রজ্ঞাভবনে পাঁচদিন ব্যাপী কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা বিষয়ে প্রশিক্ষণ শিবির ২ আগস্ট সমাপ্ত হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যসচিব কিরণ গিত্যে। উল্লেখ্য, গত ২৯ জুলাই এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব কিরণ গিত্যে বলেন, ত্রিপুরার কমিউনিটি হেলথ অফিসারগণ গুণগতমানের বিচারে এগিয়ে রয়েছেন। তৃণমূলস্তরে সমস্ত স্বাস্থ্য পরিষেবা তারা নিষ্ঠার সঙ্গে প্রদান করে আসছেন। শিবিরে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অনলাইনে কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ দিয়েছেন ব্যাঙ্গালোরের নিমহান্সের অধিকর্তা প্রফেসর (ডা.) প্রতিমা মূর্তি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্স কমিউনিটি সাইকিয়াট্রিক ইউনিটের প্রধান প্রফেসর নাবিন কুমার সি।
এই প্রশিক্ষণ কর্মসূচির প্রধান লক্ষ্য হল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে দুর্ভাবনা দূর করা, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা বলার পরিবেশ তৈরী করা, মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর (ডা.) সঞ্জীব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর রাজীব দত্ত, পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা. অঞ্জন দাস, নরসিংগরস্থিত মডার্ণ সাইকিয়াট্রিক হসপিটালের হেড অফ দা ডিপার্টমেন্ট ডা. স্বপন চন্দ্র বর্মণ, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডা. নূপুর দেববর্মা, জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির স্টেট প্রোগ্রাম অফিসার ডা. উদয়ন মজুমদার সহ অন্যান্য আধিকারিকগণ।