Hare to Whatsapp
সমস্ত অফিসগুলোতে ইন্টারনেটের সাহায্য নিয়ে ই-মেইল ব্যবহার করতে হবে: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ২৫ , : সমস্ত অফিসগুলোতে ইন্টারনেটের সাহায্য নিয়ে ই-মেইল ব্যবহার করতে হবে। বলেছেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব। তিনি এটা বলেছেন, যাতে কাগজের ব্যবহার কমানো যায় এবং ক্রমান্বয়ে যাতে ই-অফিস আর ই-ডেক্স পদ্ধতি চালু হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় স্কীম ছাড়া যেমন এমওপিএফ স্কিম, ইত্যাদি ছাড়া নতুন কোনো যানবাহন রাজ্য বাজেটের এক্সপেন্ডিচার থেকে ক্রয় করা যাবে না। যদি অনিবার্য প্রয়োজনে যানবাহন ক্রয়ের দরকার হয় তখন সে বিষয়ে অর্থ দপ্তরে প্রস্তাব পাঠাতে হবে। সমস্ত দপ্তর পিএসইউ, কো-অপারেটিভ সোসাইটি, বোর্ড, পি আর আই সি এবং অটোনমাস বডি গুলির বিদ্যুৎ বিল হ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে ন্যূনতম ১০% শতাংশ বিদ্যুৎ বিল কমানো যায় । এইচ.ও.ডি. বা হেড অফ দ্য অফিস সরাসরি মনিটর করবে যাতে বিদ্যুতের অযথা অপ্রয়োজনীয় ব্যাবহার না হয়, তার জন্য কোন লাইট বা ফ্যান নষ্ট হলে তার বদলে এল.ই.ডি. লাইট ও এনার্জি এফিসিয়েন্ট ফ্যান লাগাতে, বলেন মুখ্যমন্ত্রী।