Hare to Whatsapp
খার্চি উৎসব ত্রিপুরার সার্বজনীন উৎসব : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ২১, ২০২৪: খার্চি উৎসব ত্রিপুরার সার্বজনীন উৎসব। প্রতি বছরই আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়। এই পূজাকে কেন্দ্ৰ করে চতুর্দশ দেবতা মন্দির হয়ে উঠে সম্প্রীতির তীর্থভূমি। ২০ জুলাই সন্ধ্যায় ঐতিহ্যবাহী খার্চি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, খার্চি পূজাকে কেন্দ্র করে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ মিলন ক্ষেত্রে পরিণত হয়। খার্চি উৎসব ও প্রদর্শনীকে কেন্দ্র করে গ্রামীণ শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে।
সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খার্চি মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। এবারের খার্চি উৎসব ও প্রদর্শনী সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে খার্চি উৎসব উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।