Hare to Whatsapp
বাংলাদেশে বাড়ছে আক্রান্ত, মৃত্যুর হার,ঘুম কেড়ে নিচ্ছে রাজ্যের, অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৪, : করোনা ভাইরাস সংক্রমনে দক্ষিণ এশিয়ায় মৃত্যহারে বাংলাদেশ সুস্হতার বিপরীতে শীর্ষে রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ এ করোনা সংক্রমনে ১১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৬৮৯ জন।গত ২৪ ঘন্টায় ৫০৩ জন রোগী সনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৩৬৮৬ জনের।এখন পর্যন্ত বাংলাদেশে ৩৯৭৭ মৃত্যুর হার অনেক বেশি।
এটা আমাদের রাজ্যের পক্ষে উদ্বেগজনক। কেননা ত্রিপুরা প্রায় তিন দিক দিয়েই বাংলাদেশ পরিবেষ্টিত।যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সীমান্তে জনতা কার্ফুর ডাক দিয়েছেন। সীমান্তে বিএসএফ সতর্ক। জোরদার নজরদারি রয়েছে সীমান্তে। এপার ওপার আসা যাওয়া বন্ধ।তবে অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে।
সীমান্ত পারের খবর হল সীমান্তে র ওপারে বেশ আনাগোনা রয়েছে। করোনা সংক্রমন ছড়িয়ে পড়ায় বেশ কিছু সংখ্যক বাংলাদেশী ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। সীমান্তে বেশ কিছু সংখ্যক বাংলাদেশী একসাথে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলে খবর।এদিকে ব্রাক্ষনবাড়িয়া, সরাইল, নবীনগর, আখাউড়া অন্চল এখন সংক্রমন প্রবল।
এদিকে আরো উদ্বেগজনক হল বাংলাদেশের অধিকাংশ লোকজন লকডাউন মানছে না। তাঁরা ঘরেই থাকতে চাইছে না। পুলিশ সেনাবাহিনী লোকজনকে ঘরে রাখার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হচ্ছে না বলে খবর।৬ই মে পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। দুদিন আগেই সেদেশের স্বাস্হমন্ত্রী বলেছিলেন ভয়ানক বিপদের সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ।এই সময়েই আমেরিকা,ইউরোপে করোনা দ্রুত বিস্তার লাভ করছে।এই ভাইরাস থেকে বাঁচতে গেলে ঘড়ে থাকা ছাড়া বিকল্প কিছু নেই।
বাংলাদেশে প্রতিদিন সাড়ে তিন হাজার পরীক্ষা হচ্ছে।এতে যে পরিমান আক্রান্ত পাওয়া যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক।