Hare to Whatsapp

বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বিশ্বাসী : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ৪, ২০২৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে বর্তমান রাজ্য সরকার স্বচ্ছ নীতি ও স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে কাজ করছে। রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতার সঙ্গে জনগণকে পরিষেবা দেওয়া। স্বচ্ছতার ক্ষেত্রে সরকার কোন কিছুর সঙ্গে আপোষ করবেনা। ৩ জুলাই অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েতীরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) মাধ্যমে নির্বাচিত চাকুরী প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ছেলেমেয়েদের মধ্যে চাকুরী প্রদান হোক বা সুবিধাভোগীদের মধ্যে সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান সবকিছুতেই সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। আজকে যারা চাকুরীতে নিয়োগপত্র পাচ্ছেন তারা প্রত্যেকেই স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে প্রত্যেক চাকুরী প্রাপকই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকুরী পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ছেলেমেয়েরা বর্তমানে প্রতিটি বিষয়েই যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তারা প্রত্যেকেই সরকারের অংশ হিসেবে নিজেদের যুক্ত করেছেন। চাকুরী জীবনে প্রত্যেককেই কাজের মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনেও তাদেরকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বিশ্বাসী। বর্তমান রাজ্য সরকার গ্রুপ-এ, গ্রুপ - বি, গ্রুপ - সি এবং গ্রুপ - ডি পদে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৬৬১ জনকে সরকারি চাকুরী প্রদান করেছে। প্রতিটি চাকুরী প্রদানের ক্ষেত্রেই সরকার স্বচ্ছতা বজায় রেখেছে। আগামীদিনেও চাকুরী প্রদানসহ প্রতিটি ক্ষেত্রে সরকার স্বচ্ছতা বজায় রাখবে।

অনুষ্ঠানে মুখ্যসচিব জে. কে. সিনহা বলেন, আজ যারা নিয়োগপত্র পেয়েছেন তারা সকলেই সরকারের অংশ হিসেবে যুক্ত হচ্ছেন। তাই সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য প্রত্যেকেই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। সত্যনিষ্ঠার সঙ্গে জনগণকে সরকারী বিভিন্ন পরিষেবা প্রদানেও প্রত্যেককে সব সময় সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণে জি এ (পি এন্ড টি) দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, টিপিএসসি'র মাধ্যমে নির্বাচিত ৪৭৪ জনকে আজ নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এরমধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সিডিপিও পদে ২ জন ও আইসিডিএস সুপারভাইজার পদে ৩৪ জন, পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত এগজিকিউটিভ অফিসার পদে ৩৯৫ জন এবং জিএ দপ্তরের পি এ গ্রেড ২ পদে ৪৩ জন নিয়োগপত্র পাবেন।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, পঞ্চায়েত দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা ৩টি দপ্তরের চাকুরী প্রাপক ২৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.