Share Whatsapp

রাজ্যের দুটি সংসদীয় ক্ষেত্রেই বিজেপি প্রার্থীগণ জয়ী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ৫, : লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি সংসদীয় ক্ষেত্রের নির্বাচনে বিজেপি প্রার্থীগণ জয়ী হয়েছেন। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী কৃতী দেবী দেববর্মণ তাদের নিকটতম প্রার্থীদের পরাজিত করেছেন। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের আশিস কুমার সাহাকে ৬ লক্ষ ১১ হাজার ৫৭৮ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন ৮ লক্ষ ৮১ হাজার ৩৪১ ভোট। ভারতীয় জাতীয় কংগ্রেসের আশিস কুমার সাহা পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৭৬৩ ভোট।

২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী কৃতী দেবী দেববর্মণ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম)-এর প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ৪ লক্ষ ৮৬ হাজার ৮১৯ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী কৃতী দেবী দেববর্মণ পেয়েছেন ৭ লক্ষ ৭৭ হাজার ৪৪৭ ভোট। সিপিআই(এম) প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৬২৮ ভোট। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.