Hare to Whatsapp
বিজেপি ত্রিপুরাতে অঢেল অর্থশক্তি ও প্রশাসনিক যন্ত্রের অপব্যবহারের মধ্য দিয়ে লোকসভা এবং ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জয়ী হয়েছে: সিপিএম
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৪, ২০২৪: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ত্রিপুরা রাজ্য কমিটির মতে বিজেপি ত্রিপুরাতে অঢেল অর্থশক্তি ও প্রশাসনিক যন্ত্রের অপব্যবহারের মধ্য দিয়ে লোকসভার দু'টি আসন এবং ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জয়ী হয়েছে। আজ বিকালে ফলাফল ঘোষণার পরে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ত্রিপুরা রাজ্য কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, লোকসভার দু'টি আসন এবং ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষনা হ'বার অনেক আগে থেকেই শাসক জোটের দ্বারা লাগাতার সন্ত্রাস, তার সাথে অঢেল অর্থশক্তি ও প্রশাসনিক যন্ত্রের অপব্যবহারের মধ্য দিয়ে রাজ্যে একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিরোধী দল সমূহের প্রচারকে নানা ভাবে বাধা দেয়া হয়েছে। বহু সংখ্যক পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেয়া হয়। এবং বিশাল সংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি । এই অবস্থায় এই ফলাফল সম্পর্কে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তারই প্রতিফলন আজ ঘটেছে। এবং পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে বিপ্লব কুমার দেব প্রায় ৬১১৫৭৮ ভোটে জয়লাভ করেছেন। এবং পূর্ব ত্রিপুরার প্রার্থী কৃতি দেববর্মা প্রায় ৪৮৬৮১৯ ভোটের ব্যবদানে জয়লাভ করেছেন। আর রামনগর উপ নির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদার ১৮০১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ত্রিপুরা রাজ্য কমিটির বিবৃতিতে বলা হয়েছে, লোকসভার দু'টি আসন এবং ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সিপিআই(এম) এবং তার ইন্ডিয়া মঞ্চের শরীক দলসমূহ ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচনে সামিল হয়ে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রয়াস চালিয়েছিল তা ভোটের অঙ্কে প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি। এই ফলাফলে রাজ্যের নাগরিক জীবনের সর্বক্ষেত্রে রাজ্য সরকারের যে সমূহ ব্যর্থতা, কাজ ও খাদ্যের তীব্র সঙ্কট, সীমাহীন দুর্নীতি, অভূতপূর্ব বেকার সমস্যা এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙ্গে পড়ার বিরুদ্ধে প্রায় প্রতিদিন শত শত নারী-পুরুষ যে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হচ্ছেন তারও প্রতিফলন ঘটেনি।
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এর বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ফলাফল গত ২০২৩ সালের আগষ্ট মাসে হয়ে যাওয়া বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ছাপ্পা ভোট ও কারচুপির যে রেকর্ড সৃষ্টি হয়েছিল সেটাকেও হার মানিয়ে লজ্জার এক নতুন অধ্যায় নির্মাণ করেছে।
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এর বিবৃতিতে এই নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়ে রাজ্যের অসংখ্য নাগরিক এবং রাজনৈতিক কর্মী যাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান রক্ষার সংগ্রামে সামিল হয়েছেন তাঁদের সকলকে অভিনন্দন জানানো হয়েছে। এবং আগামীদিনগুলিতেও এই প্রয়াস জারী রাখার জন্য আহবান জানানো হয়েছে। বিবৃতিতে সি পি এম রাজ্য সম্পাদকমন্ডলী রাজ্য প্রশাসনের কাছে নির্বাচনোত্তর সন্ত্রাস সৃষ্টির সমস্ত ধরনের প্রয়াসকে মোকাবেলা করে যেন শান্তির পরিবেশ বজায় রাখার জন্য উদ্যোগী হবার অনুরোধ জানানো হয়েছে।