Hare to Whatsapp
রাজ্যের কর্মরত সাংবাদিকদের সরকারীভাবে বীমার আওতায় আনার দাবি উঠেছে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২১, : এতো এক ভয়ংকর অবস্থা।যুদ্ধক্ষেত্র থেকেও বিপজ্জনক।যুদ্ধক্ষেত্রে তো কে শত্রু আর কে মিত্র জানা যায়। আর এখন তো একটাই শত্রু পক্ষ আর তা করোনা ভাইরাস। প্রতিমুহূর্তে এর প্রবল ও ভয়াবহ ঝুঁকি। কার প্রান আগে যাবে তার কোন নিশ্চয়তা নেই। কেননা নিরবে নিভৃতে কখন কে আক্রান্ত হবে তা কেউ বলতে পারে না। সম্প্রতি এক তথ্যে দেখা গেছে প্রায় ৮০ জন করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে।অথচ এদের না ছিল সর্দি কাশি, কফ, জ্বর বা শ্বাসকষ্ট।এটা আমাদের দেশের তথ্য।
ঠিক এই অবস্হার মধ্যে থেকে সারাদেশের মত ত্রিপুরার সাংবাদিকরাও দিনরাত পেশাগত দায়িত্ব পালন করছে। এরাজ্যে সাংবাদিকদের যে ধরনের বেতন কাঠামোর মধ্যে কাজ করতে হয় তা অন্য রাজ্যে সম্ভবত নেই। দু-একটি সংবাদপত্র ও স্হানীয় দুটি বৈদ্যূতিন সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেলে যারা কাজ করছেন তাদের মাসোহারা বা বেতন মোটামুটি। কিন্তু বাকীগুলির কথা মত কম বলা যায় তত ভালো। অথচ পরিশ্রম কিন্তু এদের অনেক বেশী।
কেন্দ্রীয় তথ্য মন্ত্রী আজ জানিয়েছেন দেশের ৫০ জন সাংবাদিক করোনায় আক্রান্ত। সরকারী ব্যবস্হাপনায় এরা চিকিৎসিত হচ্ছেন। প্রতিবেশী বাংলাদেশের ও বেশ কজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে খবর।
প্রসঙ্গ রাজ্যের কর্মরত সাংবাদিক ও রাজ্য সরকার। তাদের সরকারীভাবে বীমার আওতায় আনার দাবি উঠেছে।অনুরুপ দাবী উঠেছে বাংলাদেশে। সম্ভবত ঢাকা ওদেশের সাংবাদিকদের বীমার আওতায় আনছেন। সরকার উদ্যোগ নিয়েছে। সাংবাদিকদের তরফে আজ তথ্য মন্ত্রীর কাছে সাংবাদিকদের নামের তালিকা পেশ করা হয়েছে। গতকালই ওদেশের পাঁচজন প্রবীন সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে অন্যান্য দাবীর সাথে এ ব্যাপারে দাবীও করেছেন।শেখ হাসিনা সাংবাদিক বান্ধব বলে ওদেশে বলা হয়ে থাকে। সম্ভবত ৫ প্রবীন সাংবাদিক এর দাবীর প্রেক্ষিতে ঢাকা এধরনের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশের প্রতিবেশী ত্রিপুরা। ঢাকার সাথে আগরতলার হৃদয়ের সম্পর্ক।
এরাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত দুজন। একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোয়েরানটাইনে।
এরাজ্যের সাংবাদিকদের কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। বিপ্লব কুমার দেব এর নেতৃত্বাধীন সরকার ও সাংবাদিক বা সংবাদপত্র বান্ধব। সাংবাদিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আরো কিছু বিবেচনায় রয়েছে বলে খবর।
প্রস্তাব হল সরকার যদি রাজ্যের সাংবাদিকদের বীমার আওতায় আনার ব্যবস্হা করে তাহলে ওঁরা তেমন সুরক্ষিত হবে তেমনি সরকার ও অভিনন্দিত হবে। এরাজ্যের সাংবাদিকদের সংখ্যা কিন্তু তুলনামূলক ভাবে খুবই কম। এক্ষেত্রে কিন্তু অর্থ প্রতিবন্ধক হবে না।