Hare to Whatsapp
উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোমতী জেলার নিম্ন আদালতে 5 জন এপিপি -র নিযুক্তি দিয়ে জারি করা আইন দপ্তরের বিজ্ঞপ্তি অবৈধ ও স্বেচ্ছাচার বলে বাতিল করে দিয়েছে
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ৬, : আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোমতী জেলার নিম্ন আদালতের 5 জন এপিপি নিযুক্তি দিয়ে জারি করা আইন দপ্তরের বিজ্ঞপ্তি অবৈধ ও স্বেচ্ছাচার বলে বাতিল করে দিয়েছে। উল্লেখ্য গোমতী জেলা শাসক ২০১৮ সনের মে মাসে গোমতী জেলার নিম্ন আদালতে ৫ জন এপিপি নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করে । এই বিজ্ঞপ্তি মূলে নির্বাচক কমিটি মেধা তালিকার ভিতর প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন আইনজীবী বাপী দে ও আইনজীবী জয়েশ দে। কিন্তু আইন দপ্তর তাদেরকে নিযুক্তি না দিয়ে মেধা তালিকার নীচের দিক থেকে ৫ জনকে এপিপি হিসেবে নিযুক্ত করে। রিট মামলায় সরকারপক্ষের এডভোকেট জেনারেল উচ্চআদালতে বলেন যে সরকার ইচ্ছে করলে মেধা তালিকার যে কাউকে নিয়োগ করতে পারে। উচ্চ আদালত সরকারের যুক্তি খারিজ করে দিয়েছে এবং বলেছে সরকারের স্বেচ্ছাচারিতার কোন সুযোগ নেই সংবিধানের শাসনে। সরকারের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ৫ জন এপিপি নিয়োগ খারিজ করে দিয়েছে উচ্চ আদালত এবং আবেদনকারী আইনজীবীদের দু মাসের মধ্যে নিযুক্ত দেওয়ার নির্দেশ দিয়েছে । আবেদনকারী আইনজীবী দের পক্ষে উচ্চ আদালতে মামলা লড়ছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, সমরজিৎ ভট্টাচার্য্য এবং কৌশিক নাথ।