ছোটগল্প নিয়ে ব্যতিক্রমী সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ২৯, ২০২৪: নিজস্ব প্রতিনিধি, ২৮ শে ডিসেম্বর, আগরতলা : উত্তরপূর্বের গল্প চর্চার পরিসর 'গল্পের জন্য'র পঞ্চম বর্ষপূর্তিতে 'গল্প সন্ধ্যা' আয়োজিত হয় শনিবার আগরতলা প্রেস ক্লাবের ভূমিতলে। রাষ্ট্রীয় শোকের আবহে অনুষ্ঠানের শুরুতেই দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ্ ড. মনমোহন সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক বিশিষ্ট লেখক সৌম্যদীপ দেব। প্রথম পর্বে গল্পকার দুলাল ঘোষের সভাপতিত্বে 'ত্রিপুরার ছোটগল্পে নিজস্বতা: সময় ও ভাষা নির্মাণ" বিষয়ে আলোচনা করেন মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক, ঔপন্যাসিক ড. সুতপা দাস। ত্রিপুরার ছোটগল্পের একাল-সেকাল মিলিয়ে উল্লেখযোগ্য ছোটগল্পকারদের লেখার তাৎপর্য এবং বিবর্তন তাঁর আলোচনায় উঠে এসেছে নানাভাবে। ড. দাস কয়েকটি গল্পের বিশেষ অংশ তুলে ধরে ত্রিপুরার ছোটগল্পের শৈলী, ভাষা, শব্দ প্রয়োগ সহ নানা বিষয় তুলে ধরেন। এরপরেই রাজ্য তথা উত্তরপূর্ব ভারতের ছোটগল্প নিয়ে সমৃদ্ধ আলোচনা করেন রাজ্যের দীর্ঘদিনের বিশিষ্ট গল্পকার দেবব্রত দেব। তিনি ছোটগল্প নিয়ে তাঁর নিজস্ব নিরীক্ষা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন। এছাড়াও বাংলা ছোটগল্পে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রখ্যাত ছোটগল্পকার শ্রী ঋতেন চক্রবর্তীকে এদিন 'গল্পের জন্য ২০২৪' সম্মাননা প্রদান করা হয়। তিনি অনুভব প্রকাশ করতে গিয়ে গল্পচর্চার এই ধরনের সমৃদ্ধ আয়োজন ও আলোচনার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গল্পকার সুজয় রায়ের সভাপতিত্বে গল্প পাঠ করেন অধ্যাপক, গল্পকার অর্পিতা আচার্য, পদ্মশ্রী মজুমদার, ও গল্পকার দেবব্রত দেব। রাষ্ট্রীয় শোকের কারণে পূর্ব নির্ধারিত সঙ্গীত পরিবেশিত না হলেও শিল্পী তনুময় বিশ্বাস এবং মৌরিতা রায়কে শুভেচ্ছা জানিয়ে প্রীতি উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির দুটি পর্বের সমাপ্তি ঘটে উভয় সভাপতির অনুভব প্রকাশের মাধ্যমে। গল্প পাঠ শেষে সামগ্রিকভাবে 'গল্পের জন্য'র পক্ষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আগরতলা স্থিত মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা তথা প্রাবন্ধিক ড. গীতা দেবনাথ। এই গল্প সন্ধ্যা নিঃসন্দেহে রাজ্যের সাহিত্য জগতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। এমন আয়োজন গল্প চর্চা ও আলোচনার পথকে আরো প্রসারিত করবে এই আশা ব্যক্ত করেই শেষ হয় ২০২৪ সালের গল্প সন্ধ্যা। সম্পাদক জানিয়েছেন আবারও বড়ো পরিসরে এমন আয়োজন সবার সহযোগিতায় নিশ্চয়ই আয়োজিত হবে৷

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.