Hare to Whatsapp
পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল, বিজেপি উভয় আসনেই জিতবে: রাজীব ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ২৬, ২০২৪: পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং ত্রিপুরার উভয় আসনেই জয় নিশ্চিত ছিল, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের পর রাজ্য কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও প্রণজিৎ সিংহরায়। কিন্তু টিপরামোথা বা টিপ্রমোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত দেববর্মার পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে জনাব ভট্টাচার্য বলেন, সন্ত্রাস ও রক্তপাতের কোনো ঘটনা ছাড়াই আজ পূর্ব ত্রিপুরার সব লোকসভা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, তীব্র তাপপ্রবাহ সত্ত্বেও ভোটের হার প্রায় ৮০% ছিল এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটের হার বাড়বে এবং ৮০ শতাংশের ওপরে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করায় তিনি গণমাধ্যমসহ নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তার মতে, সবাই সঠিকভাবে কাজ করায় নির্বাচন ভালো হয়েছে। আর অনেকেই বিভিন্ন জায়গায় ভোট দিতে যাননি বা ভোট বয়কটের ঘটনা অনিচ্ছাকৃত এবং বামফ্রন্ট সরকারের আমলে এসব এলাকায় কোনো উন্নয়ন কাজ না হওয়ায় মানুষ ভোট বয়কট করেছে বলে দাবি করেন। তবে, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন যে দল আগামী দিনে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে যাতে ভবিষ্যতে কেউ এইভাবে ভোট বয়কট না করে।