Hare to Whatsapp
পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল না, কিন্তু পশ্চিম ত্রিপুরার মতো অশান্তি ছিল না, জীতেন চৌধুরী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ২৬, ২০২৪: পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল না, কিন্তু পশ্চিম ত্রিপুরার মতো অশান্তি পূর্ব ত্রিপুরার লোকসভা ভোটে ছিল না বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী। পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোট শেষের পর আজ রাতে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর ও কংগ্রেস এর রাজ্য সভাপতি আশিষ কুমার সাহাকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেছেন জীতেন চৌধুরী।
তার মতে, পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সরব প্রচার শেষ হতেই বিজেপির গুন্ডা বাহিনী বহু জায়গায় কংগ্রেস ও সিপিএম সমর্থকদের বাড়ী ঘরে ঢুকে হুমকি দিয়ে আসেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভোটেও এভাবে হুমকি দেওয়া হয়েছিলো। কিন্তু পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটারদের আটকে রাখা যায়নি। এমনকি সিপিএম- এর বহু পোলিং এজেন্টদের বাড়ীতে হামলা করা হয়েছে ও হুমকি দেওয়া হয়েছিলো ভোটের দিন বাড়ী থেকে বের না হওয়ার জন্য। কিন্তু তার পরেও অধিকাংশ পোলিং এজেন্টরা পোলিং স্টেশনে যান। কিন্তু কিছু কিছু পোলিং এজেন্টদের বিজেপির গুন্ডা বাহিনী পোলিং এজেন্টদের বের করে নিয়ে এসেছে। প্রিসাইডিং অফিসার ও পুলিশ তাদের নিরাপত্তা দিতে পারেননি। তবে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার এর মতো পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ সম্পূর্ণ নির্লিপ্ত ছিলেন না। তিনি ভোট যাতে শান্তিপূর্ণ ভাবে শেষ করা যায় এজন্য কিছুটা হলেও চেষ্টা করেন বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী। তবে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটে সিপিএম প্রার্থী জয়ী হবেন কিনা আজকের সাংবাদিক সম্মেলনে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোন কিছুই বলতে চাননি। পুরো তথ্য সংগ্রহ করে এই বিষয়ে পরে সাংবাদিকদের বলবেন বলে জানিয়েছেন। কিন্তু বিজেপির হামলা, ভয় ভীতির পরেও সাধারণ মানুষকে যেভাবে ভোট দিতে দেখা গেছে এজন্য তিনি ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বেশ কিছু জায়গায় ভোট বয়কটের যে ঘটনা ঘটেছে তার জন্য তিপ্রা মথা ও বিজেপির প্রতি ওই সব এলাকার মানুষের অসন্তোষ ও রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের অভাব ইত্যাদি অনুন্নয়নকে দায়ী করেছেন।