Hare to Whatsapp
পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভোট সম্পূর্ণ ভাবে প্রহসন হয়েছে, পুনরায় ভোট গ্রহণের দাবি সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ১৯, ২০২৪: খোদ রাজধানীতেই মডেল পোলিং স্টেশনের ভিতরে ইন্ডিয়া জোটের প্রার্থীর পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। বেলা দুইটার পরে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের কোথাও সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। আগের দিন রাত থেকেই বিজেপির লোকজন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রতিটি এলাকায় বিরোধী দলের ভোটারদের ও সম্ভাব্য পোলিং এজেন্টদের বাড়ীতে গিয়ে আজ পোলিং স্টেশনে না যেতে হুমকি দিয়ে আসেন। কিন্তু হুমকি উপেক্ষা করেও বেশ কিছু পোলিং এজেন্ট আজ পোলিং স্টেশনে গিয়েছিল। কিন্তু পুলিশের সামনেই তাদের ফেরত পাঠানো হয়েছে। তাই ৮০ শতাংশ পোলিং স্টেশনেই বিরোধীদলীয় পোলিং এজেন্ট ছিল না। আর এই সুযোগে বিকালের দিকে বিজেপির লোকজন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে ও রামনগর বিধানসভার উপ নির্বাচনে অধিকাংশ পোলিং স্টেশনে অন্যের ভোট বেআইনি ভাবে কাস্ট করেছেন বিজেপি দুষ্কৃতীরা। তাই আজকের পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন ইন্ডিয়া জোটের প্রার্থী ও নেতৃত্ব। একই ভাবে রাজধানীর রামনগর বিধানসভার উপ নির্বাচনেও ব্যাপক ভোট লুটের অভিযোগ করে পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন ইন্ডিয়া জোটের নেতারা।
আজ রাতে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট ও ইন্ডিয়া জোটের নেতারা এই পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর , ইন্ডিয়া জোটের প্রার্থী আশিষ কুমার সাহা, রামনগর বিধানসভার উপ নির্বাচনে সিপিএম এর প্রার্থী রতন দাস, কংগ্রেসের সুদীপ রায় বর্মণ, সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ নির্বাচন কমিশন কথা রাখেনি। তিন স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কোথাও ছিল না। তাই ভয়ে সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। আর এই সুযোগে বিকালের দিকে বিজেপির লোকজন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের অধিকাংশ পোলিং স্টেশনে ভোট চুরি করেছে। ২০১৯ সালের লোকসভা ভোটের চুরিকেও এবার হার মানিয়েছে বলে দাবী করে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভোট বাতিল করার দাবি করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। এবং ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটগ্রহণের দিন যাতে আজকের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্হা গ্রহণ করতে দাবী জানানো হয়েছে।
পক্ষান্তরে, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আজ পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে । সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোট সর্বত্রই শান্তিপূর্ণ ছিল। পাঁচ টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে ৮১.২৩ শতাংশ এবং রামনগরে ৭১% ভোট হয়েছে । রাজীব ভট্টাচার্য জানান আশীষ কুমার সাহা মানিক সরকার এবং সুদীপ রায় বর্মনরা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে ভোট প্রহসন হয়েছে বলে মানুষকে বিভ্রান্তি করেছেন। তারা মিথ্যা তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলেছেন। তাদের পায়ের তলার মাটি নেই । তাই বিভিন্ন জায়গায় পুলিশ ছিল না এবং তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি দিনভর অভিযোগ করে গেছেন।