Hare to Whatsapp
মুখ্যমন্ত্রীর আহ্বান নির্ভয়ে ভোট দিতে যান, কিন্তু রাজধানীতে মডেল পোলিং স্টেশনেই পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি: আশিষ কুমার সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ১৯, ২০২৪: রাজধানীতে মডেল ভোট গ্রহণ কেন্দ্র গুলোতেই ইন্ডিয়া ব্লক এর পোলিং এজেন্টদের প্রবেশে বাধাদান ও মারধরের অভিযোগ করে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে সর্বত্রই লোকসভা ভোটকে আজ সকালে শুরু থেকেই প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী আশিষ কুমার সাহা। তিনি আজ সকালে রাজধানী আগরতলা মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ভোট প্রদান করলেন। ভোট দিতে যাওয়ায় আগেই তার কাছে খবর আসে তুলসীবতী স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। পুলিশ সামনেই ছিল কিন্তু পুলিশ কিছুই বলেননি।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জোট প্রার্থী আশীষ কুমার সাহা অভিযোগে আরও জানালেন তাদের পুলিং এজেন্টকে রাজধানীর নেতাজি স্কুল ও হিন্দি স্কুলেও ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার কে তিনি টেলিফোন করে ও চিঠিতে এই সব বিষয় গুলো জানিয়েছেন। তার অভিযোগ পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সোনামুডা, ধনপুর, উদয়পুর, বিশালগর, বক্সনগর থেকেও তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এসেছে বলে তিনি জানিয়েছেন।
আশিষ কুমার সাহা আরও বলেন বহু জায়গায় ভোট গ্রহণের কাজ ধীরলয়ে চলছে । ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ার খবর এসেছে রাজধানীর রাজনগর স্কুল সহ পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বহু পোলিং স্টেশন থেকে।
বিকেল চারটায় শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের শতাধিক পোলিং স্টেশন থেকে ইভিএম মেশিনে গোলযোগের খবর এসেছে । তবে রাজধানীর রামনগর বিধানসভার উপনির্বাচনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানালেন রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। কিন্তু এই কেন্দ্রের সিপিএম প্রার্থী রতন দাস অভিযোগ করেছেন ভোটের নামে চুড়ান্ত প্রহসন চলছে রামনগর বিধানসভার সর্বত্র। অবশ্য রিটার্নিং অফিসার ড: বিশাল কুমার বলেছেন বিরোধী দলের তরফে বেশ কিছু অভিযোগ করা হয়েছে। তারা তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন।
সকালে তুলসীবতী স্কুলে ভোট দিয়ে সবাইকে নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা পানি সাগর চলে গেছেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং এর জন্য প্রচারে। বিকেল চারটায় শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে।