Hare to Whatsapp

১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে ১০ ও ১২ এপ্রিল বাড়ি বাড়ি ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১০, ২০২৪: আগামী ১০ ও ১২ এপ্রিল ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮৫ বছরের ঊর্ধ্ব, দিব্যাঙ্গজন, সন্দেহজনক কোভিড- ১৯ আক্রান্ত এবং সংক্রমিত ভোটারগণ ফর্ম ১২ ডি-তে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন তারাই বাড়িতে থেকে ভোট প্রদান করতে পারবেন৷

এক্ষেত্রে ভোটগ্রহণের জন্য সেক্টর ভিত্তিক ১ জন সেক্টর অফিসার, ১ জন মাইক্রো অবজারভার, ২ জন পোলিং অফিসার, ১ জন ভিডিওগ্রাফার ও সুরক্ষাকর্মীরা থাকবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ইচ্ছা করলে তাদের অনুমোদিত ১ জন প্রতিনিধিকে বৈধ পরিচয়পত্র সহ ভোটগ্রহণ কর্মীদের সঙ্গে পাঠাতে পারবেন। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.