Hare to Whatsapp

নির্বাচনী সহিংসতা ছাড়া ভোটগ্রহণ কর্মসূচির সূচনা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৯, ২০২৪: লোকসভার ১৮তম সাধারণ নির্বাচনের লক্ষ্য হচ্ছে ‘নির্বাচনী সহিংসতা ছাড়া ভোটগ্রহণ'। এই লক্ষ্যে ৮ এপ্রিল অরুন্ধতীনগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে মুখ্যসচিব জে কে সিনহা ‘নির্বাচনী সহিংসতা ছাড়া ভোটগ্রহণ' কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল, স্টেট পুলিশ নোডাল অফিসার জি এস রাও, স্বরাষ্ট্র সচিব ড. পি কে চক্রবর্তী, ডিজিপি (ইন্টিলিজেন্স) অনুরাগ, আইজি বিএসএফ পিয়ুষ প্যাটেল এবং আইজি সিএপিএফ ডি এল গোলা। তাছাড়াও অনুষ্ঠানে রাজ্যের ৮টি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক, প্রতিটি জেলার পুলিশ সুপারগণ সহ মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, বিডিওগণ ও নির্বাচনের কাজে নিযুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন আয়োজিত এক সর্বভারতীয় সভায় ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হিংসামুক্তভাবে আয়োজন করার জন্য রাজ্যের প্রশংসা করা হয়েছে। এই ভোটগ্রহণ প্রক্রিয়াকে সভায় সকলের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে। তিনি উপস্থিত সকল আধিকারিকদের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবের মেজাজে সম্পন্ন করার জন্য রাজনৈতিক দল এবং প্রার্থীগণদের সাথে নিবিড় সম্পর্ক রেখে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেন। মুখ্যসচিব আশা প্রকাশ করেন গত বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে আসন্ন লোকসভা নির্বাচনও হিংসামুক্ত হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, সুষ্ঠু ও হিংসামুক্ত নির্বাচনের জন্য আধিকারিকদের অভিনব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, ১ মার্চ, ২০২৪ থেকে এখন পর্যন্ত সারা রাজ্যে মোট ২ হাজার ৫০০-এর উপর ফ্ল্যাগমার্চ সংঘটিত করা হয়েছে। গত ১ মাসে প্রায় ৯ কোটি টাকার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল বলেন, গত লোকসভা নির্বাচনে রাজ্যে ৮৩ শতাংশ ভোট হয়েছিল। এবার ভোট প্রদানের হার আরও বৃদ্ধি করাই মূল লক্ষ্য। তিনি বলেন, আগামী ১০ ও ১২ এপ্রিল ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে এবং ১৭ ও ১৮ এপ্রিল ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় আসনে বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ভোটারদের ভোটগ্রহণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিগণও নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল মিশন নির্ভীক-এর উপর একটি তথ্যচিত্র নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অতিথিগণ একটি লিফলেটও প্রকাশ করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.