Share Whatsapp

ইভিএম কমিশনিং-র কাজ শুরু

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৭, : আসন্ন লোকসভা নির্বাচনে ১-ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে ভোট গ্রহণের জন্য ইভিএম কমিশনিং-র কাজ শুরু হয়েছে। আগামী ১৯ এপ্রিল এই লোকসভা আসনের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ এপ্রিল এবং ৮ এপ্রিল ১-সিমনা (এসটি), ২-মোহনপুর, ৩-বামুটিয়া (এসসি), ৪-বড়জলা (এসসি), ৫-খয়েরপুর, ৬-আগরতলা, ৭-রামনগর, ৮-টাউন বড়দোয়ালি, ৯-বনমালীপুর, ১০-মজলিশপুর, ১১-মান্দাইবাজার (এসটি), ১৩-প্রতাপগড় (এসসি), ১৪-বাধারঘাট (এসসি), ১৮-সূর্যমনিনগর, ৩০-বাগমা (এসটি), ৩১-রাধাকিশোরপুর, ৩২-মাতাবাড়ি, ৩৩-কাকড়াবন-শালগড়া (এসসি) বিধানসভা এলাকায় ইভিএম কমিশনিং করা হবে। ৮ এবং ৯ এপ্রিল ইভিএম কমিশনিং করা হবে ১২-টাকারজলা (এসটি), ১৭-গোলাঘাটি (এসটি), ১৫-কমলাসাগর, ১৬-বিশালগড়, ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রগুলিতে। আগামী ৯ এবং ১০ এপ্রিল ইভিএম কমিশনিং করা হবে ৩৪-রাজনগর (এসসি) ও ৩৫-বিলোনীয়া বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই গত ৫ এপ্রিল ৩৬ শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে এবং গতকাল ও আজ ২০-বক্সনগর, ২১-নলছড় (এসসি), ২২-সোনামুড়া, ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএম কমিশনিং করা হয়েছে। ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য ৬ এপ্রিল ইভিএম কমিশনিং'র কাজ শুরু হয়েছে। কমিশনিং-র কাজ ৭ এপ্রিলও চলবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.