Share Whatsapp

পর্যটনকেন্দ্র জম্পুই হিল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৪, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ৩ এপ্রিল ত্রিপুরার অন্যতম পর্যটনকেন্দ্র জম্পুই হিল পরিদর্শন করেন। তিনি ভাঙমুনে ইডেন টুরিস্ট লজে পৌছালে তাঁকে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন স্বাগত জানান। উত্তর ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এর পর ত্রিপুরার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ বেতলিংশিপ পরিদর্শন করেন। রাজ্যপাল ফুলডংশাইতে জুডাই টুরিস্ট লজ, ভাঙমুনে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামও পরিদর্শন করেন। গ্রাম এবং রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্য রাজ্যপাল গ্রামবাসীদের অভিনন্দন জানান।

জম্পুই হিল সফরে রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক এবং পদস্থ আধিকারিকগণ রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন। আজ সকালে ট্রেনে রাজ্যপাল ইন্দ্ৰসেনা রেড্ডি নাল্লু কুমারঘাট স্টেশানে পৌঁছালে ঊনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা, জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির রাজ্যপালকে স্বাগত জানান। কুমারঘাট ডাক বাংলোতে পৌঁছালে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.