Hare to Whatsapp
ধনপুরে বিজেপির কর্মীদের সম্বোধনের সময় আবেগপ্রবণ প্রতিমা ভৌমিক, বললেন আমি আপনাদের পাশে আছি, ছিলাম ও ভবিষ্যতেও একই ভাবে থাকব
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৩১, ২০২৪: কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সংসদ প্রতিমা ভৌমিককে দল এবারের লোকসভা নির্বাচনে টিকিট দেননি বলে দলের অনেক নেতা কর্মীরাই অসন্তুষ্ট। অনেক আবার তিনি টিকিট পাননি বলে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছেন। এমন অবস্হায় ৩০ মার্চ দলের এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে ধনপুরে গিয়েছিলেন প্রতিমা ভৌমিক। মুখ্যমন্ত্রী সহ একাধিক সিনিয়র নেতাদের উপস্থিতিতে আজ দিনভর একাধিক জনসভা ও ডোর টু ডোর প্রচার কর্মসূচিতে তিনি যোগদান করেন। এক প্রচার সভাতে ভাষনের সময় আবেগপ্রবণ প্রতিমা ভৌমিক বললেন আমি ধনপুরের মেয়ে। ধনপুর আমার কর্মভূমি। আমি আপনাদের পাশে ছিলাম ও ভবিষ্যতেও থাকব। ধনপুর আমাকে এম এল এ বানিয়েছে। মুদীজী আমাকে দিল্লিতে মন্ত্রী বানিয়েছেন। আমি ধনপুরের মানুষের সান্নিধ্যে ই থাকতে চাই। দল যখন মে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। ভবিষ্যতেও যে দায়িত্ব দেবে দলের অনুশাসন মেনে তাই করব। তিনি আরো বলেন আমি ১৯৯১ সাল থেকে বিজেপির কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও করে যাব। দল আমাকে অনেক কিছুই দিয়েছে। তাই মানুষের সান্নিধ্যে থেকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে যা যা করতে হবে দলের অনুশাসন মেনে ভবিষ্যতেও তার করে যাব।
ধনপুরে বিজেপির কর্মীদের সম্বোধনের সময় আবেগপ্রবণ প্রতিমা ভৌমিক আরও বলেন আমি ধনপুর ছেড়ে পালাবনা। বললেন, আমি আপনাদের পাশে ছিলাম ও ভবিষ্যতেও একই ভাবে থাকব।
ভারতীয় জনতা পার্টির পশ্চিম আসনের প্রার্থীকে জয়ী করে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর হাতকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে মোদী জীকে দুহাত ভরে আশীর্বাদ করতে প্রস্তুতি নিতে ধনপুরের মানুষের কাছে তিনি আহ্বান জানান।