Hare to Whatsapp

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ২৭, ২০২৪: আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে ২৬ মার্চ সন্ধ্যায় আগরতলাস্থিত বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাই কমিশন অফিসের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে রাজ্যপাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা তুলে ধরে বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হলে দুই দেশের বাণিজ্যিক ও পর্যটনের বিকাশ ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ, ফার্স্ট সেক্রেটারি মহম্মদ এল আমিন, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি বি পালিত প্রমুখ৷ এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়৷


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.