Hare to Whatsapp
লোকসভা নির্বাচন ২০২৪ : ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্র ব্যয় পর্যবেক্ষক আগরতলায়
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ২৩, ২০২৪: ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের নির্বাচন ও ৭-রামনগর বিধানসভা এলাকার উপনির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশনের ব্যয় পর্যবেক্ষক প্রদীপ শর্মা, আইআরএস (আইটি), ২০ মার্চ, ২০২৪ থেকে রাজ্যে অবস্থান করছেন। তিনি আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত রাজ্য অতিথিশালা সোনার তরীতে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগের নম্বর ৯৮৬৩৯০৫৩২৪ ৷ প্রতিদিন অফিস চলাকালীন দিনে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত সময়ে তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে। নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগের জন্য লিয়াসন অফিসারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। লিয়াসন অফিসারের নাম অ্যাসিস্টেন্ট অডিট অফিসার দিবাকর দত্তগুপ্ত। লিয়াসন অফিসারের ফোন নম্বর ৯৪৩৬৪৫৪৪৪৩ / ৯৪৮৫৩৪০০৭০। সাধারণ জনগণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে এ বিষয়ে অবহিত করার জন্য ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।