Share Whatsapp

পূর্ণরাজ্য দিবস উদযাপন বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যে ঐক্য ও সংহতিকে সুদৃঢ় করবে : রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ২৩, : রাজভবনে ২২ মার্চ সন্ধ্যায় বিহার পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, এ ধরনের অনুষ্ঠান আমাদের অখন্ডতা এবং বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যে ঐক্য ও সংহতিকে সুদৃঢ় করবে। এতে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সবার মধ্যে একটা সম্যক ধারণা জন্মাবে। বিহার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রাজ্যপাল বিহারবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা ও রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.