Hare to Whatsapp
লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটে সিপিআইএম-কংগ্রেস জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে জোটের প্রার্থী- প্রাক্তন বিধায়ক রতন দাস
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ১৭, ২০২৪: বামফ্রন্ট আজ আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্ট নেতৃত্ব আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সিপিআইএম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন রাজেন্দ্র রেয়াং। আর ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে জোটের প্রার্থী হবেন- প্রাক্তন বিধায়ক রতন দাস। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট নেতৃত্ব জানান খুব শীঘ্রই ক়ংগ্রেস নেতৃত্বের সাথে বসে ভোটের প্রচার কৌশল ঠিক করা হবে।
সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট নেতৃত্ব জানান তিপ্রা মথা নেতৃত্ব ত্রিপুরার উপজাতিদের সাথে ত্রিপাক্ষিক চুক্তির নামে প্রতারনা করেছে। তিপ্রা মথার ফাউন্ডার প্রদুত দেববর্মন নিজের স্বার্থ রক্ষার জন্য বিজেপি এর সাথে সমঝোতা করেছে। এতে ত্রিপুরার উপজাতিদের সমস্যার কোন রকম সমাধান হবে না। বিজেপি-র সাথে এতো দিন প্রদুত দেববর্মন এর গোপন সম্পর্ক ছিল। ত্রিপাক্ষিক চুক্তির পর এই গোপন সম্পর্ক প্রকাশ পেয়ে গেছে। ত্রিপাক্ষিক চুক্তি পত্রে উপজাতিদের সমস্যার সমাধানে কোনো কিছুই উল্লেখ নেই। এটা একটা প্রতারনার ফাঁদ। ত্রিপুরার উপজাতিরা এই প্রতারনার জবাব আসন্ন লোকসভা নির্বাচনে তিপ্রা মথা ও বিজেপিকে অবশ্যই দেবে বলে জানান বামফ্রন্ট নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে জীতেন চৌধুরী, নারায়ণ কর, দীপক দেব প্রমূখ বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯শে এপ্রিল লোকসভার পশ্চিম আসনে ভোট এবং ২৬শে এপ্রিল পূর্ব আসনে ভোট। তাছাড়া ১৯শে এপিল পশ্চিম জেলার রামনগর উপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে বাম ক়ংগ্রেস জোটের প্রার্থী হিসেবে বাম নেতৃত্ব আজ প্রাক্তন বিধায়ক রতন দাস এর নাম ঘোষণা করেছেন।