Hare to Whatsapp
বহিরাজ্যের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ১৪, ২০২৪: রাজ্য সরকার শিল্পবান্ধব সরকার। বর্তমানে বহির্রাজ্যের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন। যা বিগত দিনে লক্ষ্য করা যেতো না। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। রাজ্য সরকারও শিল্প গড়তে বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। ১৩ মার্চ আগরতলার অরুন্ধতীনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে। তাই রাজ্যের যুবক যুবতীরা এখন শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছেন। রাজ্য সরকারও প্রতিনিয়ত তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উৎসাহিত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিকাশ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশেও উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার প্রধানমন্ত্রীর মার্গদর্শনে কাজ করছে। রাজ্যের রাবার ও বাঁশকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে তৈরি বাঁশের টাইলস নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনে ব্যবহার করা হয়েছে। রাজ্যে পর্যটন ও সংস্কৃতির হাব গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। আজই এই হাবের শিলান্যাস করা হয়েছে। রাজ্যের পর্যটন ও সংস্কৃতির বিকাশে সরকার এই পদক্ষেপ নিয়েছে। আগামীদিনে শিল্পের হাবও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিল্পের বিকাশ হলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে তেমনি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিল্পের বিকাশে এখন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমও (টিআইডিসি) উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।